আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন জিনেদিন জিদান। রবিবার ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্টের আয়োজিত এক অনুষ্ঠানে এই ফরাসি কিংবদন্তি জানান, ফ্রান্সের জাতীয় দলের কোচিং করানোর ইচ্ছা রয়েছে তাঁর। তবে বর্তমান কোচ দিদিয়ের দেশঁ দায়িত্ব ছাড়ার পরই তিনি দায়িত্ব নিতে চান কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে দুটি গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানো জিদান এর আগে রিয়াল মাদ্রিদকে তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিয়েছেন। সেটিই ছিল তার একমাত্র সিনিয়র দলে কোচিংয়ের অভিজ্ঞতা।

‘আমি নিশ্চিত, আমি আবার কোচিংয়ে ফিরব,’ বলেন ৫৩ বছর বয়সি জিদান। ‘আমি বলছি না যে সেটা এখনই হবে, তবে আমি একদিন জাতীয় দলকে কোচিং করাতে চাই।’ আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর দেশঁ পদত্যাগ করলে, ফরাসি দলের দায়িত্ব নেওয়ার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে জিদানকেই।

জিদান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুটবলের প্রতি আপনার ভালোবাসা, এবং খেলোয়াড়দের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা। আপনি যা নিজের মধ্যে ধারণ করেন, সেটা তাদের মাঝে পৌঁছে দেওয়াই কোচের কাজ।’

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদান দায়িত্ব শেষ করেছিলেন ২০২১ সালে। নিজের কোচিং করানোর দর্শন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘একজন কোচের উদ্যম ও ইচ্ছাশক্তি দলের সাফল্যের প্রায় ৮০ শতাংশ নির্ধারণ করে দেয়।’

নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন হল ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। বলটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব। জার্মানির জুরগেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জাভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান।

এই পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করলেন আগামী বিশ্বকাপের বল। জিদানের হাতে ছিল ‘ট্রাইওন্ডা’। বাকিরা যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরের বল ছিল তাঁদের হাতে। বলটি তৈরি করেছে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। এটা ঘটনা, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি।

নতুন বল উদ্বোধনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’ ‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ।

২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল রঙের অর্থ আমেরিকা, নীল রঙের অর্থ কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল।