আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র এক বছরেই হয়ে গেল মোহভঙ্গ। মেন্টর জাহির খান আর থাকছেন না লখনউ সুপার জায়ান্টসের মেন্টর পদে। বৃহস্পতিবার আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফে প্রাক্তন ভারতীয় পেসারকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ আইপিএলে ব্যর্থ হওয়ার পরে মেন্টর হিসাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসারকে মেন্টর পদে দলে নেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু একবছরের মধ্যেই জাহিরকে নিয়ে মোহভঙ্গ হল এলএসজি ম্যানেজমেন্টের।

 

আরও পড়ুন:‌ শীর্ষ আদালতের রায়ের পর আপাতত ফেডারেশন সভাপতি থাকছেন কল্যাণই, দ্রুত নয়া সংবিধান কার্যকরের নির্দেশ দেওয়া হল 


যা শোনা যাচ্ছে, জাহির–লখনউ বিচ্ছেদের মূল কারণ, টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মতের মিল না হওয়া। টিমের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে জাহিরের সম্পর্ক যথেষ্ট ভাল। কিন্তু বাকি ম্যানেজমেন্টের সঙ্গে আইপিএল চলাকালীন তাঁর মতভেদ বেড়েছে। সম্ভবত সেই মতভেদের প্রভাব পড়েছে মাঠেও। তাই চলতি বছরের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জিতেছে এলএসজি। ঘরের মাঠে মাত্র দু’টি ম্যাচে জয় পেয়েছিল দল।

 

আরও পড়ুন:‌ রবিবার ফের ভারত–পাক মহারণ, জেনে নিন এশিয়া কাপের সুপার ফোরের সূচি ...


প্রসঙ্গত, মেন্টরের পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও ছিল জাহিরের উপর। কিন্তু এবার যে তাঁকে ছেঁটে ফেলা হতে পারে সেরকম ইঙ্গিত ছিলই। মাসখানেক আগে শোনা গিয়েছিল, এলএসজি কর্তৃপক্ষ জাহিরের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছে না। এই পরিস্থিতিতে দল এমন একজন নতুন কোচ খুঁজছে, যাঁর ক্ষমতা আরও বিস্তৃত হবে। এলএসজি ছাড়াও তাঁকে দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসেরও দায়িত্ব সামলাতে হবে। লখনউ ইতিমধ্যেই বোলিং ভরত অরুণকে কোচ হিসেবে নিয়ে এসেছে।

 

আরও পড়ুন:‌ আফগান ম্যাচ জয়ের পরেই এল দুঃসংবাদ, বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরলেন শ্রীলঙ্কার এই স্পিনার...


এটা ঘটনা, গৌতম গম্ভীর লখনউ ছেড়ে কেকেআরে যোগ দেওয়ার পর জাহিরকে মেন্টর করে নিয়ে এসেছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২৪ সালের আগস্টে। তার আগে ২০১৮ থেকে ২০২২–এই চার বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। কিন্তু গম্ভীর চলে যাওয়ার পর থেকেই এলএসজির পারফরম্যান্স নিম্নমুখী। গত দু’টো মরশুমে এলএসজি প্লে–অফেও যেতে পারেনি। তাই আগামী মরশুমের আগে কোচিং প্যানেল ঢেলে সাজাতে চাইছে লখনউ সুপার জায়ান্টস ম্যানেজমেন্ট।