আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপ চলাকালীনই এল দুঃসংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে। বৃহস্পতিবার মাহিশ থিকসানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের। বয়স হয়েছিল ৫৪ বছর।


খেলার মাঝেই শ্রীলঙ্কার সাজঘরে এই দুঃসংবাদ পৌঁছোয়। তখন মাঠে ছিলেন ২২ বছরের স্পিনার। খেলার মাঝে তাঁকে বিষয়টি জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওয়েল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানান শ্রীলঙ্কা দলের ম্যানেজার। দুঃসংবাদ পাওয়ার পর মাঠেই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। উল্লেখ্য, শ্রীলঙ্কার তরুণ স্পিনারের বাবাও এক জন ক্রিকেটার ছিলেন।


এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলতে ওয়েল্লালাগে আবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরবেন কিনা, তা এখনও জানা যায়নি। তিনি বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে কথা বলবেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা। এই পরিস্থিতিতে খেলতে না চাইলে তাঁকে জোর করা হবে না। শ্রীলঙ্কা দল সূত্রে এমনই জানা গিয়েছে। সেক্ষেত্রে তাঁর পরিবর্ত ক্রিকেটারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন জানাতে পারে শ্রীলঙ্কা।
এশিয়া কাপে অন্তত আরও তিনটি ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাকে। সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত। ফাইনালে উঠলে শ্রীলঙ্কাকে খেলতে হবে চারটি ম্যাচ। 

 

আরও পড়ুন:‌ আইসিসির ইমেল, কড়া শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট দল


এদিকে, গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তানকে। বৃহস্পতিবার আফগানিস্তান টসে দিতে ব্যাটিং নিলেও সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি টপ অর্ডার। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা। গুরবাজ (১৪), করিম (১), সাদিকুল্লা (১৮), রাসুলি (৯) ও ওমারজাই (৯) ফিরে যান ৭১ রানে। নুয়ান থুসারা (১৮/৪) একাই আফগান টপ অর্ডারকে শুইয়ে দেন। শেষদিকে মহম্মদ নবি একাই লড়াইটা বিরোধী শিবিরে পৌঁছে দিলেন। ফাইনাল ওভারে দুনিথ ওয়েল্লালাগেকে পরপর পাঁচটি ছয় মারেন নবি। শেষ বলে ছয় মারলে ছয় ছক্কার নজির গড়তে পারতেন। কিন্তু রানআউট হয়ে যান ২২ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে। এর মধ্যে ছিল মোট হাফ ডজন ওভার বাউন্ডারি এবং তিনটি চার! অধিনায়ক রশিদ খান করেন ২৩ বলে ২৪। শেষপর্যন্ত আফগানরা ২০ ওভারে শেষ করে ১৬৯ রানে।

 

আরও পড়ুন:‌ হঠাৎই বড়সড় চমক, টিম ইন্ডিয়ায় ফিরছেন অশ্বিন, তারকা স্পিনারকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে...


জবাবে শ্রীলঙ্কা শুরুটা ভাল না করলেও পরে গুছিয়ে নেয়। কুশল মেন্ডিস ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল দশটি চার। কুশল পেরেরা করেন ২০ বলে ২৮। কামিন্দু মেন্ডিস অপরাজিত থাকেন ২৬ রানে। শ্রীলঙ্কা রানটা ১৮.‌৪ ওভারেই তুলে নেয়।