আজকাল ওয়েবডেস্ক: বাবা হলেন জাহির খান। প্রথম সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। ছেলের নাম রেখেছেন ফতেহসিং খান। বুধবার একটি যৌথ পোস্টে সুখবর জানান জাহির এবং সাগরিকা। একটি পারিবারিক ছবি শেয়ার করে দম্পতি। ছবিতে ছেলে কোলে দেখা যায় লখনউয়ের মেন্টরকে। জাহিরের গলা জড়িয়ে সাগরিকা। ভীষণ মিষ্টি ছবি। ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে পোস্ট করেন। গ্রে স্কেলের ছবির ক্যাপশনে লেখেন, 'সবার ভালবাসা এবং আশীর্বাদে আমার ছোট্ট ছেলে ফতেহসিংকে খানকে স্বাগত জানাই।' কমেন্ট সেকশন শুভেচ্ছাবার্তায় উপচে পড়ে।
হরভজন সিং লেখেন, 'তোমাদের দু'জনকে অভিনন্দন। ওয়াহেগুরু তোমাদের মঙ্গল করুক।' অঙ্গদ বেদী লেখেন, 'ওয়াহেগুরু।' প্রজ্ঞা কাপুরও অভিনন্দন জানান। সম্প্রতি তাঁদের প্রেম নিয়ে খোলামেলা আলোচনা করেন সাগরিকা। জানান, প্রথমে কথা বলতেও লজ্জা পেতেন জাহির। অঙ্গদ বেদীর সাহায্যে তাঁদের প্রেম শুরু। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন। সাগরিকা জানান, তাঁর সঙ্গে ভালভাবে কথা বলার আগেই তাঁর সম্বন্ধে ধারণা করে নেন জাহির। তাঁদের সম্পর্কের জন্য অঙ্গদ বেদীকে কৃতিত্ব দেন জাহির পত্নী। ২০১৬ সালে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের বিয়েতে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারকা দম্পতি। তার এক বছরের মধ্যে সাত পাকে বাঁধা পড়েন।
