আজকাল ওয়েবডেস্ক: বাবা যোগরাজ সিং। ছেলে যুবরাজ সিং। ২০১১ বিশ্বজয়ী ক্রিকেটার। অথচ তাঁর বাবা নাকি খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। দিনের পর দিন একা সময় কাটে। কেউ খোঁজও নেয় না। এমনকী যোগরাজ সিং নাকি মৃত্যুর জন্যও তৈরি।
এটা ঘটনা বিতর্কিত মন্তব্যের জন্য যোগরাজ সিংয়ের জুড়ি মেলা ভার। এমনকী ছেলের বিয়েতেও যেতে রাজি হননি। কারণ শবনমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর যুবরাজ মায়ের সঙ্গে থাকবেন বলেই ঠিক করেছিলেন। এবার যুবরাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ক্ষোভ উগরে দিলেন তিনি। যোগরাজ বলেন, ‘আমি সন্ধেবেলা একা বসে থাকি, বাড়িতে কেউ থাকে না। খাবারের জন্য আমি অপরিচিতদের উপর নির্ভরশীল। তবে আমি কাউকে বিরক্ত করি না। খিদে পেলে কেউ না কেউ আমার জন্য খাবার এনে দেয়।’
এরপরই তাঁর অভিমানী মন্তব্য, মৃত্যুর জন্য তৈরি। যোগরাজ বলেন, ‘আমি পরিবারের সবাইকে ভালবাসি। আমি কারও কাছে কিছু চাই না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমার জীবনে সব পাওয়া হয়ে গিয়েছে। এবার ঈশ্বর যখন চাইবেন, তখন আমাকে সঙ্গে নিয়ে যাবেন।’ কেন এত অভিমান? যোগরাজ বলেন, ‘পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছিল, যখন যুবি ও তার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেটা আমাকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিল। যে মহিলার জন্য আমি আমার পুরো জীবন–যৌবন উৎসর্গ করেছিলাম, তারা কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? পরে মনে হয়েছে, এটা হয়তো ঈশ্বরের লীলাখেলা।’
প্রথমে শবনম কৌরকে বিয়ে করেছিলেন যোগরাজ। দু’জনের দুই ছেলে রয়েছে যুবরাজ ও জোরাবর। ক্রমাগত ঝামেলার জেরে সেই বিয়ে ভেঙে যায়। যুবরাজ নিজেও বলেছিলেন যে, বিবাহবিচ্ছেদের কারণ তাঁর বাবা–মা সবসময় ঝগড়া করতেন। এরপর যোগরাজ নীনা বুন্ধেলের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কে তাঁর এক ছেলে ভিক্টর ও এক মেয়ে অমরজ্যোত রয়েছেন। তাঁরা এখন আমেরিকায় থাকেন।
