আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে ছিলেন। কিন্তু চূড়ান্ত দলে জায়গা হয়নি যশস্বী জয়সোয়ালের। তাই রনজির সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে খেলতে দেখা যাবে বাঁহাতি ব্যাটারকে। তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির রিজার্ভ দলে রাখা হলেও নন ট্রাভেলিং হিসেবে রাখা হয়েছে। খুব দরকার না হলে তিনি দুবাই যাবেন না। তাই বিদর্ভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে অসুবিধা নেই যশস্বীর। ১৭ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে মুম্বই–বিদর্ভ রনজি সেমিফাইনাল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিল জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে যে দল খেলেছিল। সেই দলই রাখা হয়েছে সেমিফাইনালে। শুধু যশস্বীকে বাড়তি যোগ করা হয়েছে।
যশস্বী দলে এলে মুম্বই সেমিফাইনালে আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে নামতে পারবে। কারণ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সেমিফাইনালে নামার আগে সূর্যকুমারের চোট নিয়ে চিন্তিত। হরিয়ানা ম্যাচে তিনি চোট পান। সেমিফাইনাল ম্যাচে তিনি অনিশ্চিত। হরিয়ানা ম্যাচে দুই ইনিংসে ৯ ও ৭০ করেছিলেন সূর্য।
প্রসঙ্গত, চলতি মরশুমে মুম্বইয়ের হয়ে একটি রনজি ম্যাচই খেলেছিলেন যশস্বী। দুই ইনিংসে রান করেছিলেন মাত্র ৪ ও ২৬। জম্মু–কাশ্মীরের কাছে ম্যাচটি হেরে গিয়েছিল মুম্বই।
