আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ। সিরিজ ০–২ হারতে হল। এর আগে নিউজিল্যান্ডের কাছেও ০–৩ হোয়াইটওয়াশ হতে হয়েছিল। টেস্টে ভারতের সময় একেবারেই ভাল যাচ্ছে না। এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও নামল টিম ইন্ডিয়া।
ইডেনে হেরে চার নম্বরে নেমে গিয়েছিল গম্ভীর বাহিনী। আর এবার গুয়াহাটিতে রেকর্ড ব্যবধানে হারের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছে ভারত। গম্ভীরের দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে ৪৯.৫২ শতাংশে হয়ে গিয়েছে।
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চার টেস্টে চারটিতেই জিতেছে তারা। অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশের হার ১০০। ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের পর গত বারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের শতাংশের হার ছিল ৬৬.৬৭ শতাংশ। আর গুয়াহাটিতে বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাভুমার দলের পয়েন্টের শতাংশের হার পৌঁছে গেল ৭৫–এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের ৪ টেস্টে ৩টিতে জিতেছে প্রোটিয়ারা।
তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্টের একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। লঙ্কা বাহিনীর পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। ভারতের হারে চার নম্বরে উঠে এসেছে পাকিস্তান। তাদের শতাংশের হার ৫০। ভারতের পর রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ। পাঁচ টেস্টের সবক’টা হেরে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনও পর্যন্ত অভিযান শুরু করেনি।
