আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ৩৬ এ পা দিয়েছেন বিরাট কোহলি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জন্মদিনের অভিনন্দন বার্তা পাচ্ছেন তারকা ক্রিকেটার। নিজের এক্স হ্যান্ডেলে বিরাটকে শুভেচ্ছা জানান বন্ধু যুবরাজ সিং। সেই বার্তায় যুবি জানান, আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারের কামব্যাকের অপেক্ষায় গোটা বিশ্ব। যুবরাজ বলেন, 'শুভ জন্মদিন কিং কোহলি। সেরা কামব্যাকগুলো সেটব্যাক থেকেই আসে। গোটা বিশ্ব তোমার দাপুটে প্রত্যাবর্তন দেখার অপেক্ষা করছে। অতীতে তুমি সেটা করেছো। আমি নিশ্চিত, তুমি আবারও সেটা করবে। ভগবান তোমার মঙ্গল করুক। অফুরান ভালবাসা।' সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে কোহলির কয়েকটি ছবির কোলাজ করে ভিডিও পোস্ট করেন যুবি।'

যুবরাজ ছাড়াও বিরাটকে শুভেচ্ছাবার্তা জানান প্রাক্তন ক্রিকেটাররা। জন্মদিনের বার্তার কোহলিকে আইকনিক ক্রিকেটার এবং অনুপ্রাণিত করার মতো একজন বলে উল্লেখ করেন। রায়না বলেন, 'একজন আইকনিক ক্রিকেটার এবং অনুপ্রেরণা জোগানো এক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার বছরটা খুশিতে এবং সাফল্যে কাটুক।' তাঁকে আরও বড় স্বীকৃতি দেন এস বদ্রিনাথ। দাবি করেন, কোহলির আগ্রাসন এবং মনোভাব ভারতীয় ক্রিকেটের ধরন বদলে দিয়েছে। এক্স হ্যান্ডেলে বদ্রীনাথ লেখেন, 'মোটা একটা বাচ্চা, চিকু থেকে ওর 'গোট' হওয়ার যাত্রা ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে।' এছাড়াও তাঁকে শুভেচ্ছা জানান হরভজন সিন, আকাশ চোপড়া সহ আরও অনেকেই। ব্যাটে রান নেই, দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে খরা চলছে। কিন্তু ভালবাসায় খামতি নেই। মঙ্গল সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন কোহলি।