আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভিডিও ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন। তবে অফ ক্যামেরা প্রধানমন্ত্রী কী বলেছেন সেই কথোপকথন এবার সামনে আনলেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে দেশের বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানানো হয় ভারতের ইতিহাসে প্রথমবার আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য।
ভেলাম্মল নেক্সাস স্কুলে আয়োজিত অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, সুযোগ পেলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে, তাদের অনুপ্রাণিত করতে। আমি সেই সুযোগ পেয়েছি।’
উল্লেখ্য, গত ২ নভেম্বর নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত মহিলা দল তাদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জিতেছে।
এই জয় হরমনপ্রীতকে ভারতের চতুর্থ বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর হরমনপ্রীত দেশের হয়ে বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেছেন।
২০০৯ সালে বিশ্বকাপে অভিষেক করা হরমনপ্রীত এই বছর তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলেন। চেন্নাইয়ে অনুষ্ঠানে গিয়ে শতাধিক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
প্রিয় ক্রিকেটার হিসেবে তিনি বেছে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও দু’বারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে। টেস্ট ক্রিকেট যে তাঁর প্রিয় ফরম্যাট, তাও জানিয়েছেন হরমনপ্রীত।
তিনি বলেন, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। তরুণীদের উদ্দেশে হরমনপ্রীতের বার্তা, ‘পরিশ্রম করো, মনোযোগী থাকো। শৃঙ্খলা আর নিষ্ঠাই আমাকে এই জায়গায় আসতে সাহায্য করেছে।’
৩৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এখন মানুষ শুধু ক্রিকেট নিয়েই কথা বলে, তুলনা করে না। সবাই উপভোগ করছে, দর্শকসংখ্যা বেড়েছে, মাঠ ভর্তি থাকে এটা আমাদের জন্য গর্বের বিষয়।’
তবে ভারতের বিশ্বকাপ জয়ের এই যাত্রা একেবারে মসৃণ ছিল না। লিগ পর্বে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন ম্যাচে হারের পর কঠোর সমালোচনার মুখে পড়ে দল।
কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে মেয়েরা।
হরমনপ্রীতের কথায়, ‘এমন মুহূর্ত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা, মেয়েদের অনুপ্রাণিত করা, আর দেশের মানুষের ভালোবাসা সবই মনে করিয়ে দেয় যে আমাদের এই বিশ্বকাপ জয় দেশের মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ।’
