আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের আইপিএল শুরু হবে ৭ জানুয়ারি। আপাতত এটাই ঠিক হয়েছে। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এটা ঘটনা, সপ্তাহ দুয়েক আগে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। সব ঠিক থাকলে সেই মাঠেই আবার মহিলাদের ক্রিকেট ফিরতে চলেছে। পরের বছর মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য যে দু’টি মাঠ বেছে নেওয়া হয়েছে তার একটি হল নবি মুম্বইয়ের মাঠ। অপরটি বদোদরার কোটাম্বি স্টেডিয়াম।
ডব্লিউপিএল চতুর্থ বছরে পড়ছে পরের মরসুমে। এখনও হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে চালু হল না প্রতিযোগিতা। গত বার তিনটি মাঠে খেলা হয়েছিল। পরের বার দু’টি মাঠে খেলা হবে। ‘ক্রিকবাজ’ ওয়েবসাইট জানিয়েছে, প্রথম ভাগ হবে নবি মুম্বইয়ে। দ্বিতীয় ভাগ এবং ফাইনাল হবে বদোদরায়।
বদোদরায় খেলা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। তার আগে সেই মাঠে ১১ জানুয়ারি ভারত বনাম নিউজিল্যান্ডের একদিনের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এ বছর প্রতিযোগিতা হয়েছিল ফেব্রুয়ারি–মার্চে। তবে পরের বছর ফেব্রুয়ারিতে ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। পাশাপাশি জাতীয় দলের খেলা এবং বিদেশের বাকি লিগগুলির কথা মাথায় রেখে জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে ডব্লিউপিএলের জন্য।
তবে এখনও দল মালিকদের চূড়ান্ত ভাবে মাঠ নির্বাচনের কথা জানায়নি ভারতীয় বোর্ড। নিজেদের মধ্যেই আলোচনা চলছে। ২৭ নভেম্বর ডব্লিউপিএল নিলামের দিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হতে পারে। নবি মুম্বই এবং বদোদরার পাশাপাশি লখনউ এবং বেঙ্গালুরুতেও ডব্লিউপিএল হওয়ার কথা ছিল। তবে বোর্ড চাইছে দু’টি শহরে প্রতিযোগিতা আয়োজন করতে।
