আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা কেন রাগছে না? ভারতীয় শিবিরে জুনিয়রদের মধ্যে আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করার জন্য এটাই যথেষ্ট। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন যশস্বী জয়েসওয়াল। ভারতের অধিনায়ক থাকাকালীন একাধিকবার মাঠে জুনিয়রদের বকুনি দিতে শোনা যায় রোহিতকে। বেশ মজাদার কথা বলেন। অতীতে যা একাধিকবার ভাইরাল হয়ে গিয়েছে। যা দিয়ে একাধিক মিমও তৈরি হয়েছে। তাই মাঠে রোহিত বকাবকি না করলে আতঙ্কিত হয়ে পড়ে জুনিয়ররা। এমনই দাবি যশস্বীর। জানান, প্রাক্তন অধিনায়কের এই রূপ দেখার অপেক্ষা করেন। যশস্বী বলেন, 'রোহিত ভাই যখনই আমাদের বকাবকি করে, তারমধ্যে ভালবাসা এবং স্নেহ লুকিয়ে থাকে। এমনকী যখন রোহিত ভাই আমাদের বকে না, তখন অস্বস্তি বোধ হয়। মনে হয় কেন বকছে না? আমার কোনও কাজে কি অসন্তুষ্ট হল?'
বিশাখাপত্তোনামে একদিনের ম্যাচে শতরান করেন যশস্বী। রোহিত এবং কোহলির সঙ্গে বড় পার্টনারশিপ গড়েন। জানান, দুই মহাতারকার উপস্থিতি সবাইকে মোটিভেট করার পাশাপাশি সবসময় ড্রেসিংরুমকে চাগিয়ে তোলে। যশস্বী বলেন, 'ওরা থাকলে আমাদের জন্য খুব ভাল হয়। কারণ ওরা ম্যাচ নিয়ে আলোচনা করে। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। ওদের দেশকে একের পর এক ম্যাচ জেতানোর অভিজ্ঞতা অনুপ্রেরণার। অল্প বয়েসে তাঁদের ভুল-ভ্রান্তির কথাও জানায়। আমরা কিভাবে সেগুলো এড়িয়ে এগিয়ে চলতে পারব, সেটাও বলে দেয়। ওরা দলে না থাকলে, আমরা সবাই ওদের মিস করি। ওদের উপস্থিতিতে আমরা অনেক আশ্বস্ত হই। তৃতীয় একদিনের ম্যাচে রোহিত ভাই আমাকে শান্ত থাকতে বলে। জানায়, ও ঝুঁকি নেবে। কতজন এটা করবে? একইভাবে বিরাট পাজি আমাকে ছোট ছোট টার্গেট দেয়। জানায় সেগুলো আমাকেই জিততে হবে।'
ওভাল টেস্টের শতরানের সঙ্গে একদিনের ক্রিকেটে প্রথম শতরানের তুলনা টানেন যশস্বী। দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। তবে তাতে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম যশস্বীর। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে শুভমন গিলকে ভাবা হচ্ছে। কিন্তু আশা ছাড়ছেন না তরুণ বাঁ হাতি। যশস্বী বলেন, 'আমার স্বপ্ন টি-২০ বিশ্বকাপ খেলা। তবে আমি নিজের খেলায় ফোকাস করি। নিজের সময়ের জন্য অপেক্ষা করব।' ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন। সেই বিষয়ে কোনও রাখঢাক করেননি। যশস্বী স্পষ্ট বলেন, 'আমি সুযোগ পেলে, ভারতকে নেতৃত্ব দিতে চাইব।' তবে আপাতত নিজের খেলায় ফোকাস করছেন। ক্রিকেটের দুই ফরম্যাটে টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা পাকা। এবার টি-২০ ক্রিকেটের দলেও জায়গা দখল করা লক্ষ্য বাঁ হাতি ওপেনারের।
