আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়ে যাচ্ছে বক্সি ডে টেস্ট ম্যাচ। 

ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজের ফলাফল এখন ১-১। বক্সিং ডে টেস্টের বল গড়ানোর দিকেই নজর ক্রিকেটবিশ্বের। 

কিন্তু বক্সিং ডে টেস্ট কেবল মেলবোর্নেই হয় কেন? অস্ট্রেলিয়ার অন্য কোনও মাঠে বক্সিং ডে টেস্ট হয় না কেন? 

১৮৯২ সালে এমসিজি বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার মধ্যে ম্যাচ আয়োজন করা হয়েছিল বক্সিং ডে-তে। 

১৯৫০ সালে প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এমসিজি-তে। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই সময়ে ম্যাচ শুরু হয়েছিল ২২ ডিসেম্বর। 

১৯৮০ সালের আগে ১৯৫২,১৯৬৮, ১৯৭৪ এবং ১৯৭৫ সালে বক্সিং ডে-তে হয়েছিল চারটি  টেস্ট। 
১৯৬৭, ১৯৭২ এবং ১৯৭৬ সালের বক্সিং ডে-তে তিনটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিলেডে। 

বক্সিং ডে টেস্ট কী হতে চলেছে, তার নমুনা পাওয়া যায় ১৯৭৫ সালের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে। প্রথম দিনই উপস্থিত ছিলেন ৮৫,৫৯৬ জন। ডেনিস লিলি ও জেফ থম্পসন ন'টি উইকেট তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ানদের। এঁদের মধ্যে ছিলেন স্যর ভিভিয়ান রিচার্ডসও।  

সাধারণত, ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচকে আমরা বক্সিং ডে টেস্ট বলে থাকি।  

১৯৮০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বক্সিং ডে টেস্ট আয়োজনের স্বত্ব নিয়ে নেয়। তারপর থেকে অস্ট্রেলিয়ার আর কোনও ভেন্যু এই টেস্ট আয়োজন করেনি। 

বক্সিং ডে টেস্টের আয়োজক একমাত্র মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড হলেও ১৯৮৪,১৯৮৮,১৯৮৯ এবং ১৯৯৪ সালে টেস্টের আয়োজন করতে পারেনি। ১৯৮৯ সালে বক্সিং ডে ওয়ানডে ম্যাচ আয়োজিত হয়েছিল এমসিজি-তে। অস্ট্রেলিয়া সেই ম্যাচে হারিয়েছিল  শ্রীলঙ্কাকে।