আজকাল ওয়েবডেস্ক:‌ এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। আরসিবি না পাঞ্জাব। কেউ একবারও জেতেনি আইপিএল। কিন্তু মুশকিল হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো ফাইনালেও রয়েছে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে কী হবে?‌


আকুওয়েদারের রিপোর্ট বলছে, মঙ্গলবার আহমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রিতে। আকাশ মূলত মেঘলা থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে। এই নিয়ে আহমেদাবাদের আবহাওয়া বিভাগের প্রধান অরুণকুমার দাসানে বলেন, ‘‌পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আহমেদাবাদ ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়। আকাশ মূলত মেঘলাই থাকবে।’‌ 


আর এখানেই উঠেছে প্রশ্ন। যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে চ্যাম্পিয়ন কে হবে? প্রথম বিষয় হচ্ছে, ফাইনালের জন্য একটি রিজার্ভ দিন আছে। সেক্ষেত্রে ম্যাচ পরের দিন হবে। ঠিক যেরকম ২০২৩ সালের ফাইনালে হয়েছিল। তার পরদিনও যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে লিগ টেবিলে যে দল আগে শেষ করেছিল, তারাই চ্যাম্পিয়ন হবে। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পাঞ্জাব। সমসংখ্যক পয়েন্ট নিয়েও নেট রানরেটের জন্য দ্বিতীয় স্থানে ছিল আরসিবি। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংস।