আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর পাকিস্তান দলের প্রশংসায় সরব হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তবে সেই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক, আর কড়া প্রতিক্রিয়া জানান ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। লাহোরে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে শাহবাজ শরিফ লেখেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টিম পাকিস্তানকে অভিনন্দন। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রমের জন্য পিসিবি চেয়ারম্যান এবং তাঁর টিমকেও সাধুবাদ। দেশের জন্য গর্বের মুহূর্ত।’
কিন্তু পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্য খুব একটা ভাল ভাবে নেননি আকাশ চোপড়া। নিজের পরিচিত স্পষ্ট ও বিশ্লেষণধর্মী ভঙ্গিতে তিনি পাল্টা মন্তব্য করেন, যা মুহূর্তের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া পায়।
চোপড়া মনে করিয়ে দেন, পাকিস্তানের বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া দল খেলছে, তা মোটেই পূর্ণ শক্তির দল নয়। তিনি লেখেন, ‘পূর্ণ সম্মানের সঙ্গে বলছি… এটা অস্ট্রেলিয়ার বি-টিমের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। অনেক প্রথম সারির খেলোয়াড়ই এই সিরিজে নেই। ১৭০ রানের ম্যাচে ২০ রানের জয়কে ‘ইলেকট্রিফাইং’ বলা যায় না।’
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ফিটনেস ও চাপ সামলাতে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড ও নাথান এলিস এই পাঁচ অজি তারকা সিরিজে অংশ নেননি।
এমনকী মিচেল মার্শও বিগ ব্যাশ লিগ ফাইনাল থেকে দেরিতে পৌঁছনোর কারণে প্রথম ম্যাচে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে ট্র্যাভিস হেড নেতৃত্ব দেন। ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৬৮/৮ রান করে।
অস্ট্রেলিয়াকে ১৪৬/৮ রানে আটকে দেয়। আকাশ চোপড়ার মতে, দুর্বল অস্ট্রেলিয়া দলকে হারিয়ে ২২ রানের জয়কে ‘দেশের জন্য গর্বের মুহূর্ত’ বলা বাড়াবাড়ি।
বিশ্বকাপের আগে প্রস্তুতির পাশাপাশি যখন পাকিস্তান ক্রিকেট নানা বিতর্ক ও বয়কট ইস্যুতে জড়িয়ে, তখন এই সোশ্যাল মিডিয়া সংঘাত আবারও প্রমাণ করল—ভারত-পাকিস্তান ক্রিকেটে লড়াই শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সমান ভাবে তীব্র।
