আজকাল ওয়েবডেস্ক: কোটিপতির তালিকায় নতুন সংযোজন প্রিয়াংশ আর্য। সোমবার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিন ৩.৮ কোটিতে তাঁকে কেনে পাঞ্জাব কিংস। অনামী ক্রিকেটারকে নেওয়ার দৌড়ে ছিল চার ফ্রাঞ্চাইজি। শেষমেষ দিল্লি ক্যাপিটলস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে পাঞ্জাব। আইপিএলের নিলামে তাঁর বেস প্রাইজ ছিল ৩০ লক্ষ। সেখান থেকে ১৩ গুণ বেশি টাকায় বিক্রি হলেন প্রিয়াংশ। প্রথমে আগ্রহ প্রকাশ করে দিল্লি এবং মুম্বই। কিন্তু ৮৫ লক্ষ পেরোনোর পর পিছিয়ে আসে দুই ফ্রাঞ্চাইজি। পাঞ্জাবের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বেঙ্গালুরু। কিন্তু পাঞ্জাব কিংসের বড় অঙ্কের প্রস্তাব শুনে পিছিয়ে আসে আরসিবিও। কিন্তু তাঁকে পেতে কেন ঝাঁপিয়ে পড়ল চার ফ্রাঞ্চাইজি? কে এই প্রিয়াংশ আর্য?

প্রিয়াংশ দিল্লির বাঁ হাতি উঠতি ব্যাটার। দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে নজর কাড়েন। সাউথ দিল্লি সুপারস্টারজের হয়ে খেলেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওভারে ছটি ছক্কা হাঁকান। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেন। চলতি মরশুমে দুরন্ত ফর্মে আছেন। দুটো শতরান করে ফেলেছেন। সৈয়দ মুস্তাক আলিতেও তরুণ বাঁ হাতির ব্যাট কথা বলে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে ৪৩ বলে ১০২ রান করেন। কয়েকদিন আগে ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন তাঁর একটি শটের প্রশংসা করেন। 

২০০১ সালের জানুয়ারিতে জন্ম প্রিয়াংশের। ২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে টি-২০ অভিষেক হয়। ২০২৩ সালে লিস্ট এতে অভিষেক। ঘরোয়া টি-২০ কেরিয়ারে স্ট্রাইক রেট ১৫৫। রয়েছে দুটো অর্ধ শতরান। অনূর্ধ্ব-১৯ ভারতীয় এ দলের হয়েও প্রতিনিধিত্ব করেন। যশস্বী জয়েসওয়াল, রবি বিষ্ণোইদের সঙ্গেও খেলেন। আগ্রাসী ব্যাটার।‌ হাতে বড় শট আছে। দিল্লি প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী তরুণ ক্রিকেটার। আইপিএলের নিলামে তাঁর দর উঠবে ধারণা করা গিয়েছিল। হলও তাই। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ২৩ বছরের ক্রিকেটার।