আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ। ফাইনাল ২২ নভেম্বর। প্রথম দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গ্রুপ এ–তে কলকাতার দুই প্রধানের সঙ্গে রয়েছে চেন্নাইন এফসি এবং ডেম্পো। জেনে নিন সরাসরি কোথায় দেখা যাবে সুপার কাপের ম্যাচ?
জানা গিয়েছে, সুপার কাপের যে ম্যাচগুলি গোয়ার ফতোরদা স্টেডিয়ামে রয়েছে, তা সরাসরি সম্প্রচারিত হবে জিওহটস্টার এবং স্টার স্পোর্টসে। ফতোরদা ছাড়াও গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামেও আয়োজিত হবে এই টুর্নামেন্টের খেলা। সেই ম্যাচগুলিও সরাসরি সম্প্রচারিত হবে। তবে কোন প্ল্যাটফর্মে ম্যাচগুলি দেখা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, মোহনবাগানের প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইন এফসি’র বিরুদ্ধে সন্ধে সাড়ে ৭টায় ম্যাচ শুরু। এরপর ২৮ অক্টোবর ডেম্পো এফসি’র মুখোমুখি হতে চলেছে সবুজ–মেরুন ব্রিগেড। ৩১ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামবে মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ ডেম্পো। খেলা শুরু বিকেল সাড়ে ৪টে নাগাদ। ২৮ তারিখ লাল–হলুদের মুখোমুখি চেন্নাইন।
আরও পড়ুন: সিরিজ জেতা হয়ে গিয়েছে, সিডনি ম্যাচে দলে একাধিক বদল করল অজিরা
প্রসঙ্গত, ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। শিল্ড ফাইনালে লাল–হলুদকে হারিয়ে বদলা নিয়েছে সবুজ–মেরুন ব্রিগেড। এবার লড়াই সুপার কাপে।
প্রসঙ্গত, মাস খানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের আগেই সুপার কাপ হবে। সেই মতোই সুপার কাপ শুরু হতে চলেছে শনিবার। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই গোয়া চলে গিয়েছে। মোহনবাগানও চলে গিয়েছে গোয়ায়। এবার গোয়ায় হবে লড়াই।
