আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের বিশ্বকাপ শেষ হতেই আইপিএলের দামামা বেজে গিয়েছে। পরের মাসে মিনি নিলাম। সেই নিয়ে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বর্তমানে শিরোনামে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। আলোচনার কেন্দ্রে কেএল রাহুল। তাঁকে টার্গেট করবে কেকেআর। অধিনায়ক এবং টপ অর্ডার উইকেটকিপার ব্যাটারের খোঁজে আছে কলকাতা। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত আসেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। গতবছর লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লিতে সই করেন রাহুল। এবার তাঁর সঙ্গে অন্য প্লেয়ারকে ট্রেড করতে চাইছে কেকেআর। কিন্তু সমস্যা হল, কেকেআরে‌ এমন কোনও প্লেয়ার নেই যাতে আগ্রহ প্রকাশ করতে পারে দিল্লি। সেই কারণেই একাধিক বৈঠক সত্ত্বেও সিদ্ধান্ত হয়নি। 

তিনটে কম্বিনেশনের কথা তুলে ধরা হয়েছিল দিল্লির পক্ষ থেকে। প্রথম, সুনীল নারিনের জায়গায় রাহুল। দ্বিতীয়, অঙ্গকৃষ রঘুবংশী এবং রিঙ্কু সিং। তৃতীয়, রঘুবংশী এবং হর্ষিত রানা। দিল্লি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেকেআর তাঁদের মার্কি প্লেয়ার নিতে চাইলে, তেমনই কাউকে ছেড়ে দিতে হবে। অভিষেক নায়ার হেড কোচ হওয়ার পর থেকে একাধিক কম্বিনেশনের কথা ভাবা হয়েছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্তে আশা হয়নি।নায়ারের সঙ্গে রঘুবংশীর সম্পর্ক ভাল। তাঁকে ব্যক্তিগতভাবে ট্রেনিং দিয়েছেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে দিল্লির ব়্যাডারে আছেন তিনি। কেকেআর ফ্র্যাঞ্চাইজি‌ রিঙ্কু এবং হর্ষিতকে ঘরের ছেলে মনে করে। তাঁদের ছাড়তে রাজি নয়। সেই কারণেই এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। 

এদিকে সঞ্জু স্যামসনকে নিতে চলেছে দিল্লি। রাহুল এবং সঞ্জু এক ফ্র্যাঞ্চাইজিতে হলে অবশ্যই দলের গভীরতা বাড়বে। তবে প্রথম একাদশ বাছার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হবে। সেক্ষেত্রে অভিষেক পোড়েলের সঙ্গে কে ওপেন করবে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। স্যামসন কি তিন নম্বরে ব্যাট করতে রাজি হবে? নাকি রাহুলকে মিডল অর্ডারে নামানো হবে? গত মরশুমে এই জায়গায় খুব বেশি সুবিধা করতে পারেননি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে দিল্লির থিঙ্ক ট্যাংককে। অন্যদিকে কেকেআরকেও ভাবতে হবে তাঁরা কাকে ছাড়বে। গতবছর নাইটদের অধিনায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। এবারও ৩৭ বছরের ক্রিকেটার তাঁদের প্রধান মুখ হতে পারে না। নতুন নেতার খোঁজ করতে হবে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। কিন্তু নিলামের পুলে খুব বেশি বিকল্প নেই। সেই কারণেই রাহুলকে পেলে কেকেআরের সুবিধা হত। তাই হয়তো তারকা ক্রিকেটারকে পেতে ঝাঁপাতে পারে নাইটরা। গত আইপিএল ভাল যায়নি তিনবারের চ্যাম্পিয়নদের। সমস্যার সমাধান করতে প্রথমেই নেতৃত্বের বিষয়টা চূড়ান্ত করতে হবে কেকেআরকে।