আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ব্যাটার পৃথ্বী শ নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লাখ টাকা। নিলামের দ্বিতীয় দিন কোনও ফ্র্যাঞ্চাইজিই পৃথ্বী শ-কে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। নিলামে তাঁকে কেউ না কেনার পরে পৃথ্বী শ-র একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তিনি যে সমাজমাধ্যমে ব্যাপক ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন, সেই কথা জানিয়েছেন সেই ভিডিওয়। পৃথ্বী শ-কে বলতে শোনা গিয়েছে, ''কেউ যদি আমাকে ফলো না করে, তাহলে আমাকে ট্রোল করছে কী করে! তার অর্থই হল আমার প্রতি ওর নজর রয়েছে।''

সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর নামে মিম প্রকাশিত হয়েছে। সেগুলো দেখে আহত হয়েছেন তিনি। পৃথ্বী বলেছেন, ''আমাকে নিয়ে অনেক মিম প্রকাশিত হয়েছে। আমার নজরেও এসেছে সেগুলো। ওগুলো দেখে আমি আঘাত পেয়েছি। কখনও কখনও মনে হয়েছে এরকম কথা বলা ওর উচিত হয়নি।''

সম্প্রতি পৃথ্বী শ-র একটি ভিডিও দেখার পরে ভক্তরা প্রবল ট্রোলিং করেছেন। সেই প্রসঙ্গে পৃথ্বী বলেছেন, ''আমার ২৫-তম জন্মদিন ছিল। বছরের এই একটা দিন পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আমি আনন্দ করি। কী করেছি আমি?''সেই ভিডিওয় দেখা গিয়েছে পৃথ্বী শ নাচছেন। আর তা দেখার পরেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা পৃথ্বী শ-র ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।