আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্ট থেকে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে চর্চা চলছে। পঞ্চম টেস্টের আগের দিন থেকেই জল্পনা শুরু হয়ে যায়। তাতে সিলমোহর পড়ে যখন টস করতে নামেন যশপ্রীত বুমরা। টসের পর অস্থায়ী অধিনায়ক জানান, রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আসল কারণ হল, ফর্মে না থাকা রোহিতকে বাদ দেওয়া হয়। আগের দিন সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর জানান, ম্যাচের দিন পিচ দেখে চূড়ান্ত দল বাছা হবে। কিন্তু ঠিক কীভাবে বা কখন ভারত অধিনায়ককে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? জানা গিয়েছে, সিডনি টেস্টের আগের দিন গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের সঙ্গে একটি বৈঠক হয় রোহিতের। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন রোহিত এবং গম্ভীর।
রিপোর্টে বলা হয়েছে, 'নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরের সঙ্গে আলোচনার পর গম্ভীর এবং রোহিত মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি সিরিজে রোহিতের রান ৩, ৬, ১০, ৩, ৯। আত্মবিশ্বাসের অভাবের ছাপ ফুটে উঠছে নেতৃত্বে। তাই তাঁকে বিশ্রাম দেওয়া বা বাদ পড়া নিয়ে কোনও চর্চা হওয়া উচিত নয়।' শুধু ফর্মের জন্য বাদ পড়েননি রোহিত। রয়েছে খারাপ অধিনায়কত্বও। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ এ সিরিজ হারে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ এ পিছিয়ে। রিপোর্টে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই রোহিত। তবে শনিবার তিনি জানান, এখনই অবসরের কথা ভাবছেন না। সিডনি টেস্ট শেষ হলে একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে।
