আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি?‌ নিশ্চয়তা নেই। কারণ ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে প্রায় ৪০। আর বিরাটের বয়স হবে প্রায় ৩৮। 


ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন বিরাট ও রোহিত। তারও ছয় মাস আগে আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছিলেন দুই মহাতারকা। এখন খেলার বলতে শুধু আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ইংল্যান্ড সফরের আগেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল দুই ক্রিকেটারের ২০২৭ বিশ্বকাপ খেলা প্রসঙ্গে। তখন গম্ভীর জানিয়েছিলেন, আপাতত ভারতের সামনে বড় আইসিসি ইভেন্ট হল ২০২৬ টি২০ বিশ্বকাপ। সেদিকেই আপাতত নজর। আর রোহিত ও বিরাট রান করতে পারলে ২০২৭ বিশ্বকাপের দলে অবশ্যই থাকবে।


তখন গম্ভীর জানিয়েছিলেন, ‘‌৫০ ওভারের বিশ্বকাপের আগে টি২০ বিশ্বকাপ রয়েছে। এবার এটা ভারতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে। ইংল্যান্ডে টেস্ট সিরিজের পর ওটাই মেন ফোকাস। আর বিশ্বকাপের এখনও দুই থেকে আড়াই বছর বাকি রয়েছে।’‌ এরপরই গম্ভীর যোগ করেন, ‘‌আগেও বলেছি। এখনও বলছি। পারফর্ম করতে পারলে বয়সটা একটা সংখ্যা মাত্র।’‌


ভারতের সামনে একদিনের সিরিজ বলতে সেই অক্টোবরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে খেলতে হবে তিনটি ম্যাচ। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ওয়ানডে ম্যাচ রয়েছে। তবে সূত্রের খবর, ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের আরও বেশি করে সুযোগ দিতে চান নির্বাচকরা। 


অন্য কয়েকটি সূত্রে দাবি করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজই কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে বিরাট ও রোহিতের। তবে এটাও ঘটনা, ২০২৭ বিশ্বকাপ খেলতে হলে বিজয় হাজারের মতো ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে রোহিত–বিরাটদের। কারণ শুধু কয়েকটা আন্তর্জাতিক ওয়ানডে খেলে সেই ম্যাচ ফিটনেস রাখা সম্ভব নয়। আর গম্ভীর এটা অন্তত স্পষ্ট করে দিয়েছেন, পারফর্ম করতে পারলে দলে না থাকার কোনও কারণ নেই। তবে রোহিত ও বিরাটের ওয়ানডে অবসরের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় দেখা হতে পারে বলে ওই সূত্রে দাবি করা হয়েছে। 

 

আরও পড়ুন:‌ আমাকে রাখবে কিনা স্পষ্ট করুক চেন্নাই, বিস্ফোরক অশ্বিন 

তবে দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে রাজি নয় বোর্ড। কারণ, বিসিসিআইয়ের পরিকল্পনা আরও দীর্ঘমেয়াদি। সামনেই এশিয়া কাপ। শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। তবে সেটা যেহেতু টি–টোয়েন্টি ফরম্যাটে, তাই রোহিত–বিরাট খেলবেন না। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আছে। সেটাই কি দু’‌জনের শেষ সিরিজ হতে চলেছে? এদিকে, বিসিসিসিআই এই দু’‌জন কী ভাবছে না ভাবছে, সেই নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না। সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ‘‌যদি ওরা কিছু ভেবে থাকে, তাহলে বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলুক। যেরকম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে করেছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আমাদের কাছে প্রাথমিক লক্ষ্য এশিয়া কাপ আর তারপর পরের বছরে টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্যও পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। আশা করব, এশিয়া কাপে সব প্লেয়ারদের ফিট পাব আর সেরা দল পাঠাতে পারব।’‌