আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দুবাইয়ে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইনিং রান করতে চেয়েছিলেন বিরাট কোহলি। তবে শেষপর্যন্ত টিকে থাকতে পারেননি। যদিও নিজের কাজ সেরেই প্যাভিলিয়নে ফেরেন। ড্রেসিংরুমে সেলিব্রেশন নিশ্চিত করেন। শুরুতে ৪৩ রানে ২ উইকেট হারানোর পর একটু নড়বড়ে লাগে ভারতীয় দলকে। কিন্তু তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করে দলকে ম্যাচে ফেরান বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। তারপর আর কোনও সমস্যায় পড়তে হয়নি। ম্যাচ জয়ের মুখে ড্রেসিংরুমে কোহলিকে বেশ হাসিখুশি মেজাজেই পাওয়া যায়। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে রোহিতকে নিজের চেয়ারে বসে থাকতে দেখা যায়। একটু নার্ভাস দেখায়। ড্রেসিংরুমের দরজার মুখে দাঁড়িয়ে ছিলেন বিরাট।  

হার্দিক পাণ্ডিয়া যখন আউট হন, জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ভারত। ক্রিজে ছিলেন কেএল রাহুল। রবীন্দ্র জাদেজা মাঠে প্রবেশ করার সময় কোহলি রোহিতের দিকে তাকিয়ে বলেন, 'ও ছয় মারার লক্ষ্য নিয়েই যাচ্ছে।' হাতের অঙ্গভঙ্গিতে সেটা দেখানও। বিরাটের ভবিষ্যদ্বাণী সত্যি হয়। তবে জাদেজা নয়, ছয় মেরে ভারতকে জয়সূচক রানে পৌঁছে দেন রাহুল। এটা দেখে আর আনন্দ চেপে রাখতে পারেননি বিরাট। জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় ড্রেসিংরুম। রোহিতের সঙ্গে হাত মেলান বরুণ। কোহলি ভারত অধিনায়ককে জড়িয়ে ধরেন। সেই সেলিব্রেশনে‌ যোগ দেন হার্দিকও। আরও একটি গণ্ডি পার করলেই নতুন ইতিহাস রচনা করবে টিম ইন্ডিয়া।