আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছে ভারত। আজ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দল মাঠে নামার আগেই বড় সড় ধাক্কা খেয়েছে। চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শিবম দুবে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে তিলক বার্মাকে। বাংলাদেশ সিরিজে পাচ্ছে না শাকিব আল হাসানকে। সেই শূন্যস্থান পূরণ করতে মরিয়া তৌহিদ হৃদয়রা। 

প্রথম টি-টোয়েন্টিতে কেমন হতে পারে ভারতের একাদশ? বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন নম্বর জায়গা স্থির সূর্যকুমার যাদবের জন্য। চার নম্বরে ব্যাট হাতে নামতে পারেন রিয়ান পরাগ।

৫ নম্বরে আসতে পারেন নীতীশ কুমার।তার পরে হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং ঝড় তুলতে পারেন। ওয়াশিংটন সুন্দরের দলে থাকার সম্ভাবনা বেশি। রবি বিষ্ণোই বা বরুণ চক্রবর্তীর মধ্যে যে কোনও একজনকে দেখা যাবে রবিবার। রবি বিষ্ণোইয়ের সম্ভাবনাই জোরালো। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হতে পারে গতিদানব মায়াঙ্ক যাদবের। অর্শদীপ সিং মায়াঙ্কের সঙ্গে বল হাতে জুটি বাঁধবেন। 

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।