আজকাল ওয়েবডেস্ক: লিভারপুলের প্রাক্তন তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড মঙ্গলবার আনফিল্ডে ফিরতে চলেছেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে, আর তাঁর জন্য অপেক্ষা করছে এক উষ্ণ অভ্যর্থনা।

লিভারপুল ম্যানেজার আর্নে স্লট জানিয়েছেন, ‘আমি খেলোয়াড় হিসেবে এবং মানুষ হিসেবে ওর দারুণ স্মৃতি রাখি... তাই আমার পক্ষ থেকে ওকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।’

আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলের অ্যাকাডেমি থেকে উঠে এসে এক দশকে ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। তবে গত মে মাসে যখন তিনি নিজের ছোটবেলার ক্লাব ছাড়ার ঘোষণা করেন, তখন কিছু ক্ষুব্ধ সমর্থকের কটূক্তির শিকার হন। চ্যাম্পিয়ন্স লিগের ড্র তাঁকে ফের আনফিল্ডে ফিরিয়ে এনেছে, আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

প্রাক্তন লিভারপুল ম্যানেজার জুর্গেন ক্লপ আগেই তাঁর প্রতি সমর্থকদের আচরণে হতাশা প্রকাশ করেছিলেন। আর্নে স্লট অবশ্য নিশ্চিত করেছেন, আলেকজান্ডার-আর্নল্ডকে তিনি সাদর অভ্যর্থনাই জানাবেন।

‘কাল মাঠে ও নামবে কি না সেটা দেখা যাক, কিন্তু আমার তরফ থেকে ভালোবাসা ও স্বাগত পাবে — এটা নিশ্চিত,’ বলেন স্লট।আলেকজান্ডার-আর্নল্ড সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের শেষ দুটি ম্যাচে খেলেননি।

তবে মাদ্রিদ কোচ জাভি আলোন্সো জানিয়েছেন, তাঁরা প্রাক্তন ক্লাবগুলোয় ফেরা নিয়ে আলোচনা করেছেন। আলোনসো বলেন, ‘আমার মতো ওরও উচিত নিজের মতো করে এই মুহূর্তটা উপভোগ করা। আমি ওকে লিভারপুল অ্যাকাডেমি থেকেই চিনি, ওর যাত্রা শুরু সেখান থেকেই, তারপর চ্যাম্পিয়ন্স লিগ জয়। ওর জন্য এই ফেরাটা নিঃসন্দেহে আবেগঘন হবে।’

স্লট আরও জানান, দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলেকজান্ডার ইসাক চোটের কারণে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না এবং রবিবার ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত।

তিনি বলেন, ‘ও এখনও দলের সঙ্গে অনুশীলনে ফেরেনি। রবিবার হয়তো দলে থাকতে পারে, তবে শুরুর একাদশে নয়।’