আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের প্রথম দুই সাক্ষাতে হেরেছে পাকিস্তান। রবিবার ফাইনালে আবার ভারতের মুখোমুখি সলমন আঘারা। হারের হ্যাটট্রিক চান না ওয়াসিম আক্রম। এশিয়া কাপের মেগা ফাইনালের আগে পাকিস্তানকে বিশেষ উপদেশ কিংবদন্তির। দু'বারের মধ্যে প্রথমবার দাঁড়াতেই পারেনি সবুজ আর্মিরা। দ্বিতীয়বার তুলনায় ভাল পারফর্ম করে ব্যাটাররা। কিন্তু বোলিং বিভাগ ব্যর্থ। কোনরকমে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে। ফাইনালের আগে নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখার বার্তা দিলেন আক্রম। টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে ঠেলে দিতে শুরুতেই উইকেট তুলে নেওয়ায় জোর দেন প্রাক্তন পাক অধিনায়ক।
আক্রম বলেন, 'ফাইনাল ভারত-পাকিস্তানের মধ্যে। অবশ্যই ভারত ফেভারিট। তবে সবকিছু সম্ভব। পাকিস্তানকে আত্মবিশ্বাস এবং মোমেন্টাম ধরে রাখতে হবে। নিজেদের ওপর বিশ্বাস রেখে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান শুরুতেই উইকেট তুলে নিতে পারলে, ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। আশা করব সেরা দল জিতবে।' বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানের জয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান। অধিনায়ক সলমন আঘা দাবি করেন, এই জয় প্রমাণ করে তাঁরা বিশেষ দল। ম্যাচ শেষে সলমন বলেন, 'আমাদের এই ধরনের ম্যাচ জেতা প্রমাণ করছে আমরা বিশেষ দল। সবাই ভাল খেলেছে। ব্যাটিংয়ে উন্নতির জায়গা আছে। আমরা সেখানে উন্নতি করার চেষ্টা করছি। আমরা ভাল ফিল্ডিং করছি। শেন কঠোর পরিশ্রম করছে। আমরা বাড়তি সেশন করছি। মাইক হেসন বলেছে, ফিল্ডিং করতে না পারলে, দলে রাখা হবে না। আমাদের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে। আমরা রবিবার সেটাই করার চেষ্টা করব।' এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান। ৪১ বছর পর কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।
