আজকাল ওয়েবডেস্ক: ওয়াসিম আক্রমের নজরে পড়েছেন পাকিস্তানের ১৭ বছর বয়সী ফাস্ট বোলার আলি রাজা। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নাম লেখাননি তিনি। কিন্তু তার আগেই আক্রমের পছন্দের তালিকায় নামি লিখিয়েছেন তিনি। তাঁর মতে পাক বোলিংয়ের অন্যতম ভরসা হতে পারেন আলি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঠিকঠাক ঘষামাজা করা হলে ডান হাতি আলি রাজা পাক ফাস্ট বোলিংয়ের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন তিনি। 

আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলতে দেখা যায়নি তাঁকে। পেশোয়ার জালমির হয়ে ৯টি ম্যাচ থেকে তাঁর সংগ্রহ ১২টি উইকেট। এছাড়াও প্রথম শ্রেণির, লিস্ট এ, টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। আক্রম সব দিক বিবেচনা করে মনে করছেন আলি রাজা পাকিস্তানের আশাভরসা হতে পারেন আগামিদিনে।

 আক্রমকে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খুব একটা দেখি না। আলি রাজাকে দেখেছি। ওর ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল। লাল বলের ক্রিকেটে সেরা হওয়ার কৌশল যদি রপ্ত করতে পারে আলি রাজা, তাহলে সাদা বলেও ভাল করবে ও।'' 

পাকিস্তানের ক্রিকেটে রয়েছে রাজনীতি। সেই রাজনীতি থেকে দূরে সরে থাকার জন্য আলি রাজাকে সতর্ক করেছেন আক্রম। আলি রাজার গতিও কিন্তু চমকপ্রদ। ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারেন তিনি।