আজকাল ওয়েবডেস্ক: পুনেতে বাজিমাত ওয়াশিংটন সুন্দরের। ভারতীয় অফ স্পিনারের ছোবলে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ইনিংস। ২৫৯ রানে অলআউট কিউয়িরা। সাত উইকেট ওয়াশিংটনের। তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। দুই স্পিনারের দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সুবিধাজনক জায়গায় ভারত। ৫৯ রানে ৭ উইকেট ওয়াশিংটনের। ভারতীয় অলরাউন্ডারের সেরা পারফরম্যান্স। বৃহস্পতিবার শুরুটা করেন অশ্বিন, শেষটা ওয়াশিংটনের। নিউজিল্যান্ডের মিডল এবং লোয়ার অর্ডারে ধস নামান। সুন্দরের শিকার রচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি এবং আজাজ প্যাটেল। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম সেশনের শেষে ২ উইকেট হারিয়ে ৯২ রান ছিল কিউয়িদের। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেশনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা‌। একমাত্র ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র ছাড়া বাকিরা ব্যর্থ। দু'জনেই অর্ধশতরান করেন। ৭৬ রানে আউট হন কনওয়ে। ৬৫ রান করেন রচিন। শেষদিকে কিছুটা লড়াই করেন স্যান্টনার (৩৩)। বাকিরা এলেন এবং গেলেন। দুই স্পিনারের ভেল্কিতে বাজিমাত ভারতের। পাল্টা ব্যাট করতে নেমে এক উইকেট হারায় ভারত। শূন্য রানে ফেরেন রোহিত। ৯ বল ক্রিজে ছিলেন। সাউদির বলে বোল্ড হন।