আজকাল ওয়েবডেস্ক: সুন্দর কামব্যাক ওয়াশিংটনের। মাত্র পঞ্চম টেস্টেই রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন ভারতীয় অফস্পিনার। সাড়ে তিন বছর পর এর থেকে ভাল প্রত্যাবর্তনের আশা করতে পারতেন না ওয়াশিংটন। দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাঁর স্পিন জালে ধরা দিলেন কিউয়ি ব্যাটাররা। এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল অশ্বিনের। ৫৯ রানে ৭ উইকেট নেন তারকা স্পিনার। এদিনও সমসংখ্যক রানে সাত উইকেট সংগ্রহ ওয়াশিংটনের। এদিন আরও একটি রেকর্ড করল ভারত। এক ইনিংসে এই প্রথম দশটি উইকেটই ভারতীয় অফ স্পিনারদের দখলে।
টেস্টে এটাই ওয়াশিংটনের সেরা পারফরম্যান্স। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ভারতীয় স্পিনার। বিশেষ করে ফাইনাল সেশনে। চায়ের বিরতিতে তাঁর সংগ্রহ ছিল দুই উইকেট। কিন্তু শেষ সেশনে পরপর পাঁচ উইকেট তুলে নেন। অশ্বিন ম্যাচের টোন সেট করে দেন। প্রথম তিন উইকেট তাঁর সংগ্রহ। শেষটা করেন ওয়াশিংটন। সাড়ে তিন বছর লাল বলের ক্রিকেটে সুযোগ পাননি। দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে দলে অন্তর্ভুক্ত করা হয় তাঁকে। প্রত্যাবর্তনেই বাজিমাত।
