আজকাল ওয়েবডেস্ক: যেকোনও সিরিজ শুরুর আগেই চর্চায় থাকে পিচ। বর্ডার-গাভাসকর‌ ট্রফিও ব্যতিক্রম নয়। পারথের পিচের চরিত্র নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কথা চলছে। যাবতীয় নজর ২৭ বছরের পিচ কিউরেটর আইজ্যাক ম্যাক ডোনাল্ডের দিকে। সাধারণত পারথের পিচে গতি এবং বাউন্স থাকে। এবারও অন্যত্র নয়। ট্র্যাডিশন বজায় রাখবে পারথ‌। ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও চ্যালেঞ্জ জানাবে। পরের কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা মাথায় রেখেই পিচ তৈরি করছে ডোনাল্ড। উইকেটে আদ্রতা থাকবে। ম্যাক ডোনাল্ড বলেন, 'গতি এবং বাউন্সের নিরিখে, একদিনের পিচ ভাল ছিল। পাকিস্তানের আক্রমণে তেমন ধার ছিল না। ল্যান্স মরিস এবং স্পেনসর জনসন বল করার সময় উইকেটের আসল চরিত্র বোঝা যায়।' সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তান একদিনের ম্যাচের উল্লেখ করেন তিনি। 

পারথের পিচ কিউরেটর জানান, অনেকটা একই ধরনের উইকেট রাখা হবে প্রথম টেস্টে। তিনি বলেন, 'এখনও পর্যন্ত বেশ কয়েকবার আমি উইকেটের আদ্রতা পরীক্ষা করেছে, একদিনের পিচের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। বাকিটা আবহাওয়ার ওপর নির্ভর করছে।' বিশ্বের গতিময় পিচগুলোর মধ্যে পারথ অন্যতম। এবার সেটা তৈরির দায়িত্ব পেয়েছেন একজন তরুণ কিউরেটর। তাই যথেষ্ট চাপ অনুভব করছেন তিনি। এই প্রসঙ্গে ডোনাল্ড বলেন, 'প্রথম বলের একঘন্টা আগে খুবই চাপ অনুভব করি। চাই ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু হোক। ব্যাটাররা শট খেলতে পারছে, উইকেটকিপার অনায়াসে বল ধরতে পারছে দেখলে ভাল লাগে। তারপরই আমি নিশ্চিন্ত হয়ে খেলাটা উপভোগ করতে পারি।' পারথ‌ পিচের চরিত্র অনুযায়ী, প্লেয়ার, বিশেষজ্ঞ এবং ফ্যানরা একটা রুদ্ধশ্বাস টেস্টের প্রত্যাশা করবে।