আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে দলের সঙ্গে নেই গৌতম গম্ভীর। শুক্রবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতীয় এ দলের ম্যাচের আগেই মায়ের অসুস্থতার জন্য দেশে ফিরে আসেন টিম ইন্ডিয়ার হেড কোচ। এর আগে বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর মাঝেও পারিবারিক কারণে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন গম্ভীর। একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচের মা। দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে আছেন। গম্ভীরের অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণকে দলের সঙ্গে দেখা যেতে পারে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে জড়িত তিনি। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে অনুযায়ী, ইংল্যান্ড সফরে তাঁকে কোনও নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয়নি। রিপোর্টে দাবি করা হয়েছে, 'ও অন্য একটা কারণে ওখানে গিয়েছে। ভারতীয় দলের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। লুসার্ন থেকে ও লন্ডনে গিয়েছিল। আমাদের লক্ষ্য ইংল্যান্ডে জেতা। ও হয়ত ওখানে উপস্থিত কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। কিন্তু দলের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়। ও সুইজারল্যান্ডে গিয়েছিল। সেখান থেকে এমনিই লন্ডনে যায়। এটা ওর প্ল্যানের অঙ্গ ছিল।'
শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে লিডসে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। বোর্ডের এক সূত্র জানায়, 'ওর মা এখনও আইসিইউতে থাকলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্টের আগে ও ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে।' শুভমন গিলের নেতৃত্বে ভারতের টেস্ট ক্রিকেটে নতুন যুগ শুরু হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া ইংল্যান্ডের মাটিতে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে।
