আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্ণণ। রেভস্পোর্টসের খবর এমনই। 
মায়ের হার্টঅ্যাটাকের খবর পেয়েই ইংল্যান্ড ছেড়ে দ্রুত দেশে ফিরে আসতে হয় গুরু গম্ভীরকে। হেডস্যরকে ছাড়াই প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া। 

এই সময়ে ভিভিএস লক্ষ্ণণ রয়েছেন বিলেতে। গম্ভীর না আসা পর্যন্ত প্রথম টেস্টের প্রস্তুতি দেখবেন লক্ষ্মণ। ২০ তারিখ থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। 

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সফর রয়েছে ইংল্যান্ডে। সেই সময়েও লক্ষ্ণণ অনূর্ধ্ব ১৯ দলের দেখাশোনা করবেন। 

এই প্রথমবার যে লক্ষ্মণ ভারতের সিনিয়র দলের দায়িত্ব নিলেন, তা নয়। চলতি বছরের গোড়ার দিকে দক্ষিণ  আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেই সময়ে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ। আয়ারল্যান্ডেও তিনি ভারতীয় দলের কোচ ছিলেন। 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রথম টেস্টের আগেই গম্ভীর দলের সঙ্গে যোগ দেবেন। তবে কবে নাগাদ হেডস্যর দলের সঙ্গে যোগ দেবেন, তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।