আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ প্রশংসা করলেন আরেক ওপেনারের। তিনি অভিষেক শর্মা। যাঁর প্রবল দাওয়াইয়ে পাকিস্তান শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। ৩৯ বলে ৭৪ রান করেন বাঁ হাতি ওপেনার। তাঁর প্রশংসা করে 'নজফগড়ের নবাব' বলছেন, ''আমি সবসময়ে বলি প্রথম বলের জন্য তৈরি থাকতে হবে। কারণ বোলার প্রথম বলটাই ওয়ার্ম আপ ডেলিভারি করতে পারে। প্রথম বলটাই লুজ বল দিতে পারে। অভিষেক শর্মা সেই লুজ বলটার অপেক্ষায় ছিল। বোলাররা ওকে বল করতে ভয় পায়।''
অভিষেক আগেই দেখে ফেলেছিলেন পাকিস্তানের ফিল্ডাররা কে কোথায় রয়েছেন। শেহবাগ বলছেন, ''শর্ট বল দিয়েছিল আফ্রিদি। আর পুল করে অভিষেক। ফাইন লেগ এগিয়েছিল। বোলার যদি ফুল লেন্থে বল করে তাহলে ও সোজা মারে। বোলারকে থিতু হওয়ার সুযোগই দেয় না অভিষেক।''
ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা। সেই ঝড়ে একপ্রকার উড়েই গেলেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফরা।
আরও পড়ুন: পাকিস্তানের ক্ষতে নুনের ছিটে সূর্যর, 'ভারত-পাক লড়াই বলা বন্ধ করুন' ...
পাকিস্তানের রান তাড়া করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক। পরে হ্যারিস রউফের সঙ্গে তাঁর লেগে যায়। খেলার শেষে অভিষেক শর্মা বলেন, ''খুব সহজ ব্যাপার ছিল। ওরা আমাদের দিকে কোনও কারণ ছাড়াই যে ভাবে তেড়ে আসছিল তা আমার পছন্দ হয়নি। আগ্রাসী ব্যাটিং করাই ছিল একমাত্র ওষুধ। ওই ওষুধই দিয়েছি ওদের।''
এত সহজে পাকিস্তানকে মাটি ধরানো সম্ভব? কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই। ভারত প্রতিবার নামে আর হাসতে হাসতে ম্যাচ জিতে যায়। এখনও পর্যন্ত দুই প্রতিবেশি দেশ ১৫ বার মুখোমুখি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার মধ্যে পাকিস্তান জিতেছে ১২ বার। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কোনও লড়াই-ই নেই দুই দেশের মধ্যে। সাংবাদিক বৈঠকেও এই একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। যার উত্তরে সূর্য বলেন, ''স্যর, আমার একটাই অনুরোধ, এবার থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা বলাটা বন্ধ করা হোক।'' সেই সাংবাদিক বলেন, খেলার মানের কথা বলা হয়েছে। শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়নি।
সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যাওয়ার সময়ে সূর্য বলেন, ''স্যর, রাইভ্যালরি বলুন বা স্ট্যান্ডার্ড, সবই এক। রাইভ্যালরি কী? দুটো দল যদি ১৫টা ম্যাচ খেলে আর জয়-পরাজয়ের পরিসংখ্যান হয় ৮-৭, তাহলে সেটাকে রাইভ্যালরি বলে। এখানে ১২-৩। কোনও লড়াই-ই নেই।''
রবিবার সুপার ফোরের লড়াই খুব সহজেই জিতে নিয়েছে ভারত। ভারত জেতার পরে শোনা গেল 'চক দে'। ম্যাচ জেতায় সুপার ফোরের পয়েন্ট তালিকায় সবার উপরে ভারত। সূর্যকুমার যাদবের ভারতকে ধরাছোঁয়া যাচ্ছে না। অবিশ্বাস্য কিছু না ঘটলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতই।
আরও পড়ুন: 'একে ৪৭' উদযাপন নিয়ে বিতর্ক তুঙ্গে, কী বললেন ফারহান?
