আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের প্রচার করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। তাও এমন একটা সময়, যখন পহেলগাঁও হামলা হয়ে গিয়েছে। যার প্রতিবাদে ভারতীয় লেজেন্ডসরা লেজেন্ডস লিগ ক্রিকেটে পাক লেজেন্ডসদের বিরুদ্ধে ম্যাচ খেলেনি। সেমিফাইনালের সেই ম্যাচ খেলা থেকে সরে যান যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এই যখন পরিস্থিতি, তখন ১৪ সেপ্টেম্বরের ম্যাচের প্রচার শুরু করেছেন শেহবাগ।


এই কারণের জন্য নেটদুনিয়ায় রোষের মুখে বীরেন্দ্র শেহবাগ। এত তাড়াতাড়ি পহেলগাঁও ভুললেন কী করে? প্রশ্ন নেটিজেনদের। কেউ কেউ আবার শেহবাগকে বয়কটের ডাকও দিয়েছেন।

 

আরও পড়ুন:‌ ইংল্যান্ড সিরিজে ডাহা ফেল, টেস্টে করুণ নায়ারের পরিবর্ত পেয়ে গেল ভারতীয় ক্রিকেট, কে তিনি জানেন?‌...


এটা কিন্তু ঘটনা, পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে। এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি। বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা দ্বিধাবিভক্ত। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে।


প্রসঙ্গত, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেললে আর্থিকভাবে তো বটেই ক্রিকেট কূটনীতিতেও চাপে পড়ে যেতে পারে বিসিসিআই। শেষ পর্যন্ত সে কারণেই দল নামাতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতে এশিয়া কাপের সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। সম্প্রতি ওই সংস্থার তরফে একটি বিজ্ঞাপনী প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। তাতে দেখা গিয়েছে বীরেন্দ্র শেহবাগকেও। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, শেহবাগ ক্রিকেট প্রেমীদের ভারত–পাক ম্যাচ দেখার জন্য আহ্বান জানাচ্ছেন।

আর এতেই বিরক্ত নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন, এভাবে পহেলগাঁও হামলার ক্ষত ভুলে কীভাবে এশিয়া কাপের প্রচার করছেন শেহবাগ? নেটিজেনদের কেউ কেউ শেহবাগকে বয়কটের ডাক দিয়েছেন। কেউ কেউ আবার সোনি নেটওয়ার্ককেও বয়কটের ডাক দিয়েছেন।

 

আরও পড়ুন:‌ ২ ঘণ্টা ৩১ মিনিটের লড়াই, প্রথম সেট হেরেও ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকার...


ওই প্রোমোতে শেহবাগ ছাড়াও দেখা গেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদিকে। শেহবাগকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‌আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। টি২০ বিশ্বকাপ জিতেছি। এশিয়া কাপে আমরাই সেরা দল। আশা করছি এবারও এশিয়া কাপ আমরাই জিতব।’‌ বীরু আরও বলেছেন, ‘‌আমাদের দলটা খুব ভাল। স্কাই ভাল নেতৃত্ব দিচ্ছে। টি২০ ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার সূর্য। আশা করছি সূর্যর নেতৃত্বে ফের আমরা ভাল পারফর্ম করব।’‌ 

প্রসঙ্গত, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের অপেক্ষায় এখন থেকেই রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।