আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছে ক্রিকেটমহল। প্রাক্তন থেকে বর্তমান, বহু ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় জঙ্গিহানা‌ নিয়ে মন্তব্য করেন। বাদ গেলেন না বিরাট কোহলিও। বুধবার সোশ্যাল মিডিয়ায় নৃশংসতার নিন্দা করেন তারকা ক্রিকেটার। ইনস্টাগ্রামে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান কোহলি। পাশাপাশি আশা করছেন, দোষীদের দ্রুত সাজা হবে। কোহলি লেখেন, 'পহেলগাঁওয়ে নিষ্পাপ পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় খুবই দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। যারা প্রাণ হারিয়েছে তাঁদের পরিবারকে শান্তি এবং শক্তি দেওয়ার প্রার্থনা করছি। এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের শাস্তি কাম্য।' 

পহেলগাঁও জঙ্গিহানায় নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ান মহম্মদ সিরাজও। কোনও করুণা নয়, কড়া শাস্তির দাবি জানান ভারতীয় পেসার। ইনস্টাগ্রামে একটি শক্তিশালী এবং আবেগঘন বার্তা দেন। সিরাজ লেখেন, 'পহেলগাঁওয়ে মর্মান্তিক জঙ্গিহানার কথা পড়লাম। ধর্মের নামে নিষ্পাপ মানুষদের হত্যা করা অপরাধ। এইধরনের ভয়ঙ্কর কাজের কোনও ব্যাখ্যা বা অজুহাত নেই। এটা কেমন লড়াই...যেখানে মানুষের প্রাণের কোনও মূল্য নেই...তাঁদের পরিবার কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমি ভাবতে পারছি না। ঈশ্বর ওদের এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিক। ওদের ক্ষতির জন্য আমরা দুঃখিত। আশা করব দ্রুত এই পাগলামির শেষ হবে। জঙ্গিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। কোনও করুণা ছাড়া।' সিরাজের এই বার্তার জন্য সাধুবাদ জানায় একাধিক ক্রিকেটার। ফ্যানরাও সমর্থন করেন। অনেকের মনের কথা লিখে দিয়েছেন ভারতীয় তারকা।