আজকাল ওয়েবডেস্ক: রেলওয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন বিরাট কোহলি। মঙ্গলবার থেকে দিল্লির প্র্যাকটিসে যোগ দিয়েছেন। বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের আগে নেটে নিজেকে তৈরি করছেন তারকা ক্রিকেটার। কয়েক দিন আগে কোহলির খেলার বিষয়টি নিশ্চিত করেন দিল্লির কোচ সরণদীপ সিং। ভারতীয় ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলায় জোর দেওয়ায় রঞ্জিতে ফিরতে বাধ্য হন কোহলি। গত কয়েকদিন ধরে ভারতের প্রাক্তন এবং আরসিবির ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে বিরাটের প্র্যাকটিসের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নিজের ব্যাকফুট গেমে নজর দিতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। বর্ডার-গাভাসকর সিরিজে একই ভঙ্গিতে আটবার আউট হন কোহলি। সমালোচনার ঝড় বয়ে যায়। তাই এবার বিশেষ নজর দিচ্ছেন। নেটে বেশ জোরদার শট নিতে দেখা যায় তাঁকে। দেখে মনে হয়নি তিনি ছন্দে নেই। পরপর দু'দিন দিল্লি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন বিরাট।
মঙ্গলবার প্রথম দিল্লির প্র্যাকটিসে যোগ দেন তারকা ক্রিকেটার। গোটা দল তাঁকে ঘিরে ছিল। সাধারণত হাতেগোনা কয়েকজন সাংবাদিক রঞ্জি ট্রফির ম্যাচ কভার করে। কিন্তু সোমবার সেটা দ্বিগুণ হয়ে যায়। কিং কোহলির প্রত্যেক মুভে সবার নজর ছিল। দুই কোচ সরণদীপ এবং বান্টু সর্বত্র তাঁর আশেপাশে থাকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকালে ফিরোজ শাহ কোটলার বীরেন্দ্র শেহবাগ গেটের বাইরে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ভিড় দেখে ঘাবড়ে যায় স্থানীয় পুলিশ। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর তাঁর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেন। এটাই কোহলির মহিমা।
