আজকাল ওয়েবডেস্ক: নাটকীয় পট পরিবর্তন। বিজয় হাজারে ট্রফিতে খেলতে রাজি বিরাট কোহলি। মঙ্গলবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তারকা ক্রিকেটার। তবে এই নিয়ে দিনভর নাটক চলে। শেষমেষ বোর্ডের নির্বাচকদের পরামর্শ মেনে নেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে এই ঘরোয়া টুর্নামেন্ট। দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারেতে ফিরছেন কোহলি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে শেষবার সার্ভিসেসের সঙ্গে খেলতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। সম্প্রতি গৌতম গম্ভীর একটি শর্ত রেখেছে ক্রিকেটারদের সামনে। কোনও ক্রিকেটার জাতীয় দলে খেলতে চাইলে, তাঁকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে। যার ফলে বেশ কয়েকদিন আগেই বিজয় হাজারেতে অংশ নেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে দেন রোহিত শর্মা। কিন্তু পুরোপুরি চুপ ছিলেন কোহলি। তারপর ঘরোয়া একদিনের টুর্নামেন্টে অংশ নিতে চাননি। বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। অবশেষে বিসিসিআইয়ের নির্বাচকরা কয়েকটা ম্যাচ খেলার বিষয়ে কোহলিকে রাজি করিয়ে ফেলেছে।
বোর্ডের এক সূত্র বলেন, 'বিজয় হাজারে ট্রফি নিয়ে যত সমস্যা। ও কোনওভাবেই খেলতে চায় না। রোহিত শর্মাও খেলছে। সেখানে একজন প্লেয়ার কিভাবে ব্যতিক্রম হতে পারে? আমরা বাকি প্লেয়ারদের কী বলব? যে তাঁদের থেকে একজন প্লেয়ার আলাদা?' বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত বিরাট। সিরিজ শেষের পর লন্ডনে পরিবারের কাছে ফিরে যাবেন। তারপর আবার বিজয় হাজারে ট্রফি খেলতে ভারতে ফিরবেন। জেটলি বলেন, 'ও বিজয় হাজারে ট্রফিতে খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে। কতগুলো ম্যাচ খেলবে এখনও জানা যায়নি। তবে ওর উপস্থিতি দিল্লি ড্রেসিংরুমের মনোবল বাড়াবে।'
২৪ ডিসেম্বর বেঙ্গালুরুতে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারেতে অভিযান শুরু করবে দিল্লি। মোট ছ'টি ম্যাচ খেলবে। কোহলি খেলায় আশা করা যাচ্ছে স্টেডিয়ামে ভিড় হবে। চলতি বছর রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলেন কোহলি। ১২ বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফেরেন। তাঁকে দেখার জন্য স্টেডিয়াম ভরায় ১২,০০০ এরও বেশি ক্রিকেটপ্রেমী। আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি হিসেবে রঞ্জিতে ফেরেন বিরাট। কিন্তু সবাইকে অবাক করে আচমকা ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট থেকে অবসর নেন। চোট বা জাতীয় দলের হয়ে খেলা ছাড়া ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই। যার ফলে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারেতে খেলবেন রোহিত। বর্তমানে দু'জনেই দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলছেন। প্রথম ম্যাচে দুই মহাতারকাই রান পান। অস্ট্রেলিয়াতেও সিরিজের শেষ ম্যাচে দু'জন রান পান। শতরান করেন রোহিত, অর্ধশতরান করেন কোহলি।
