আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে ২৩ জানুয়ারি সৌরাষ্ট্র নয়। সবকিছু ঠিক থাকলে ৩০ জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে ব্যাট হাতে দেখা যাবে বিরাট কোহলিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
বর্ডার গাভাসকার ট্রফিতে চরম ব্যর্থতার পর কড়া হয়েছে বোর্ড। জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে। রোহিত, যশস্বী, গিল, পন্থরা খেললেও এতদিন বিরাট কিছু জানাননি। এখন শোনা যাচ্ছে, রেলওয়েজের বিরুদ্ধে খেলতে পারেন বিরাট। দিল্লি অবশ্য দুটি ম্যাচের সম্ভাব্য দলেই বিরাটকে রেখেছে। তবে সৌরাষ্ট্র ম্যাচে বিরাটের খেলার সম্ভাবনা প্রায় নেই। তিনি খেললে রেলওয়েজ ম্যাচে খেলতে পারেন।
আর তা যদি হয় তাহলে ২০১২ সালের পর ফের রনজি ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাটকে। এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফিতে একটা শতরান ছাড়া বিরাটের ব্যাটে রান ছিল না। করেছেন মাত্র ১৯০ রান।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ রয়েছে। যদিও বিরাট আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তার পর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি এই দুটি টুর্নামেন্টেই জাতীয় দলে রয়েছেন বিরাট। তার আগে প্রস্তুতি সেরে নিতে রেলওয়েজ ম্যাচে নামতে পারেন বিরাট।
