আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা ঢাকলেন বিরাট কোহলি। শুধু ঢাকলেন বললে ভুল হবে, ফিরিয়ে দিলেন পুরনো কোহলির ঝলক। পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলকে জেতান। ব্যাক টু ব্যাক ম্যাচের সেরা। এই বিরাটকে দেখতেই সবাই অভ্যস্ত। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। 'চেজমাস্টার' তকমাটা গায়ের সঙ্গে সেঁটে রাখেন। ইনিংসে পাঁচটি মাত্র চার ছিল। কোনও ছয় ছিল না। স্ট্রাইক রেট ৮৫.৭১। ইনিংসে ৫৬টি সিঙ্গলস এবং চারটে দু'রান আরও একবার তাঁর ফিটনেসের প্রমাণ দিচ্ছে। 

কোহলি যখন এই কীর্তি গড়ছিলেন, স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। ম্যাচ জেতার পর পাওয়ার কাপল একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নেয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কী করেছিলেন তারকা ক্রিকেটার? অনুষ্কা যে ভিভিআইপি স্ট্যান্ডে বসেছিলেন, তার সামনে গিয়ে স্ত্রীর উদ্দেশে ফিস্ট পাম্প করতে দেখা যায় বিরাটকে। তারপর রোহিতের সঙ্গে কথা বলার সময়ও কোহলির নজর ছিল স্ট্যান্ডে। তাকিয়ে ছিলেন অনুষ্কার দিকে। স্ট্যান্ড থেকে হাত নাড়তে দেখা যায় বিরাট ঘরণী এবং বলিউডের অভিনেত্রীকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে একজন ফ্যান লেখেন, 'বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা স্পোর্টস রোমান্সের সিইও।' এর আগেও একাধিকবার ক্রিকেট মাঠে বিরাট-অনুষ্কার কেমিস্ট্রি দেখা গিয়েছে। শতরান করে স্ত্রীর উদ্দেশে চুম্বন ছুড়ে দেওয়ার দৃশ্যের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। অজি বধের পর এমন আরও একটি মুহূর্ত উপহার দিলেন বিরুষ্কা।