আজকাল ওয়েবডেস্ক: নামের পাশে একশোর বেশি টেস্ট। আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু একই রোগে বারবার আক্রান্ত হচ্ছেন বিরাট কোহলি। সে ঘরের মাঠ হোক, বা বিদেশ সফর। অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারা অভ্যাসে পরিণত করে ফেলেছেন তারকা ক্রিকেটার। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের প্রত্যেক ইনিংসে একইভাবে আউট হয়েছেন কোহলি। সিডনি টেস্টও ব্যতিক্রম নয়। পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাটের রানে ফেরার শেষ আশা ছিল। কিন্তু সেগুড়ে বালি। বিভীষিকা অব্যাহত। আবার স্কট বোল্যান্ডের অফস্ট্যাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা মারেন কোহলি। দ্বিতীয় স্লিপে ক্যাচ নেন স্টিভ স্মিথ। ১২ বলে ৬ রান করে আউট হন।
চলতি সিরিজে এই নিয়ে চতুর্থবার কোহলিকে আউট করলেন বোল্যান্ড। এর আগে একই সিরিজে ভারতের তারকা ব্যাটারকে চারবার আউট করার নজির রয়েছে জেমস অ্যান্ডারসন এবং টড মার্ফির। ২০১৪ সালে ইংল্যান্ড সিরিজে এই কৃতিত্ব অর্জন করেন অ্যান্ডারসন। ২০২৩ সালে এই নজির গড়েন মার্ফি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান ছাড়া কোনও উল্লেখযোগ্য স্কোর নেই বিরাটের। পাঁচ টেস্টে তাঁর রান ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫, ১৭, ৬। নয় ইনিংসে মোট ১৯০ রান। গড় ২৩.৭৫। পার্থের শতরান বাদ দিলে বাকি আট ইনিংসে কোহলির রান ৯০। সিডনিতে দ্বিতীয় ইনিংসে অফস্ট্যাম্পের বাইরের বল মারার প্রলোভন সামলাতে পারেননি তারকা ক্রিকেটার। প্যাভিলিয়নে ফেরার সময় হতাশ দেখায় বিরাটকে। বোল্যান্ডের সঙ্গে দ্বৈরথে বাজিমাত করেন অজি পেসার। তাঁর বিরুদ্ধে ৬৮ বলে মাত্র ২৮ রান নেন কোহলি। তাঁর খেলা ছয় ইনিংসের মধ্যে চারবার বিরাটকে আউট করেন বোল্যান্ড। এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে ব্যর্থ তারকা ক্রিকেটার।
