আজকাল ওয়েবডেস্ক: রঞ্জিতে ফিরছেন বিরাট কোহলি। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে প্র্যাকটিস করেন তারকা ক্রিকেটার। শুক্রবার রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ দিল্লির। ২০১২ সালের পর প্রথমবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কোহলি। সাধারণত রঞ্জি ট্রফির ম্যাচে বা প্র্যাকটিসে সমর্থক থাকে না। মিডিয়াও থাকে হাতেগোনা। কিন্তু বিরাটের প্রত্যাবর্তনে ফিরোজ শাহ কোটলায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংখ্যা দ্বিগুণ ছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বীরেন্দ্র শেহবাগ গেটের বাইরে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ভিড় দেখে ঘাবড়ে যায় স্থানীয় পুলিশ। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর তাঁর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেন। এসআই প্রদীপ রানা বলেন, 'স্যার আমরা দু'জন আছি। আজ বেশি নিরাপত্তা ব্যবস্থা লাগতে পারে। আরও কয়েকজনকে পাঠিয়ে দিন।' কোহলির প্রত্যাবর্তনে কোটলায় ভিড় জমে যায়। যার মধ্যে বেশিরভাগই ছিল মিডিয়ার লোকজন। এই ভিড় সামলাতে পুলিশের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়।
অন্যদিকে ঋষভ পন্থের মতো দিল্লিকে নেতৃত্ব দিতে রাজি হননি কোহলি। আয়ুশ বাদোনির অধিনায়কত্বেই খেলবেন তারকা ক্রিকেটার। ডিডিসিএর এক কর্তা বলেন, 'বিরাটকে জিজ্ঞেস করা হয়েছিল ও নেতৃত্ব দেবে কিনা। কিন্তু ও আয়ুশকেই অধিনায়ক রাখার কথা বলে।' এদিকে কোহলির ফ্যানদের কথা মাথায় রেখে বিসিসিআই এবং স্থানীয় ব্রডকাস্টার জিও সিনেমা ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে। নিয়ম অনুযায়ী, একটি প্রিমিয়ার ম্যাচ টিভি এবং স্ট্রিমিং অ্যাপে দেখানো হয়। এই রাউন্ডে কর্ণাটক এবং হরিয়ানা ম্যাচ দেখানো হবে। কারণ সেখানে খেলবেন কেএল রাহুল। এছাড়াও ইডেনে বাংলা বনাম পাঞ্জাব এবং বারোদা বনাম জম্মু কাশ্মীর ম্যাচ টিভিতে দেখানোর কথা ছিল। অনেক আগেই এটা ঠিক হয়ে যায়। কিন্তু বিরাট কোহলি খেলায় সিদ্ধান্ত বদলাতে হয়। প্রথমে এই ম্যাচ দেখানোর কথা ছিল না। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। শেষমেষ সিদ্ধান্ত বদলে দিল্লির ম্যাচ দেখানোর বন্দোবস্ত করা হয়।
