আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বিরাট কোহলি এবং শাকিব আল হাসানের মজার কথপোকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে দ্রুত জোড়া উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন কোহলি। শুরুটা যথেষ্ঠ ভাল করেন। ব্যাট করার সময় স্ট্যাম্প মাইকে তাঁকে শাকিবকে 'মালিঙ্গা' বলতে শোনা যায়। কোহলিকে পরপর কয়েকটা ইয়র্কার দেন বাংলাদেশের বোলার। তারপরই মজা করে শাকিবকে মালিঙ্গার সঙ্গে তুলনা করেন বিরাট। নন ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে শাকিবের উদ্দেশে কোহলি বলেন, 'তুমি আমার মাল্লি।' প্রথমে বাংলাদেশের অলরাউন্ডার বুঝতে পারেননি। প্রশ্ন করায় বিরাট বলেন, 'তুমি মালিঙ্গা হয়ে গিয়েছ। ইয়র্কার দিতে থাক।' এটা শুনেই হেসে ফেলেন শাকিব। স্ট্যাম্প মাইকে তাঁদের এই মজাদার কথাবার্তা ধরা পড়ে।
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরলেও সাফল্য পাননি কোহলি। দুই ইনিংসেই ব্যর্থ হন। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে মেহদি হাসান মিরাজের বলে আউট হন। দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। চেন্নাইয়ে দ্বিতীয় দিন ১৭ উইকেট পড়ে। এদিন প্রথম ইনিংসে মাত্র ৩৭ রান যোগ করতে পারে ভারত। ৪ উইকেট তুলে নেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ৮১। ক্রিজে রয়েছেন শুভমন গিল (৩৩) এবং ঋষভ পন্থ (১২)।
