আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেটে কি প্রত্যাবর্তন হতে চলেছে বিরাট কোহলি, ঋষভ পন্থের? রঞ্জি ট্রফির জন্য দিল্লির যে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে কোহলির নাম। ২০১৯ সালের পর এই প্রথম দিল্লি দলের প্রাথমিক তালিকার রাখা হয়েছে বিরাটকে। ১১ অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। গত এক দশকে রঞ্জিতে খেলেননি তারকা ক্রিকেটার। শেষবার ২০১২ সালে খেলেছিলেন। উত্তর প্রদেশের বিরুদ্ধে ১৪ এবং ৪২ রান করেন। দুই ইনিংসেই ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। কোহলি ছাড়াও এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ। এর আগে দলীপ ট্রফি দিয়ে আবার ঘরোয়া ক্রিকেটে ফেরেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ভারতের বি দলের হয়ে খেলেন তিনি। প্রায় দু'বছর পর টেস্ট ক্রিকেটে ফেরেন পন্থ। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করে অনবদ্য কামব্যাক করেন।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি চিঠিতে জানানো হয়েছে, নির্বাচক কমিটির মিটিংয়ে রঞ্জি ট্রফির প্রাথমিক দল বেছে নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হবে না। তবে বৃহস্পতিবার বাকিদের ফিটনেস টেস্ট হবে। প্রথম ম্যাচে দিল্লির প্রতিপক্ষ ছত্তিশগড়। কোহলি, পন্থকে প্রাথমিক দলে রাখা হলেও তাঁদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ১৬ অক্টোবর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
