আজকাল ওয়েবডেস্ক: দেশের মাটিতে অবশেষে একদিনের আন্তর্জাতিক খেলতে নামছেন বিরাট ও রোহিত। দীর্ঘ ৯ মাস পর। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে ভারতকে ২–০ হারিয়েছে তারা। তাই একদিনের সিরিজের গুরুত্ব বুঝে আগে থেকেই অনুশীলন শুরু করে দিলেন দুই মহাতারকা।
রোহিত ও কোহলির অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা। সেখানে দেখা যাচ্ছে, রাঁচির মাঠে অনুশীলন করছেন দুই তারকা। কোহলির পরনে ভারতের অনুশীলন জার্সি। রোহিত পরেছেন কালো টি–শার্ট। নেটে পাশাপাশি দীর্ঘ সময় ধরে ব্যাট করেন তাঁরা। সবরকম শট খেলতে দেখা যায় তাঁদের। রোহিত বেশ কয়েকটি ছক্কাও মারেন। তবে কোহলি মাটিঘেঁষা শটই খেলছিলেন।
রোহিত, কোহলি ছাড়াও অনুশীলনে হাজির ছিলেন তিলক বর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। দু’জন দাঁড়িয়ে রোহিত, কোহলির ব্যাটিং দেখেন। তার পর নেটে ব্যাট করেন তাঁরা। চার ক্রিকেটারের সঙ্গে দলের থ্রো–ডাউন বিশেষজ্ঞও ছিলেন। স্থানীয় বোলারদের বিরুদ্ধে ব্যাট করেন তাঁরা। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার শাহবাজ নাদিমও।
প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির শহরে রয়েছে ভারতীয় দল। তাই সকলের নজর, খেলার আগে বা পরে ক্রিকেটাররা ধোনির বাড়িতে যান কি না। বৃহস্পতিবারই তার জবাব পাওয়া গিয়েছে। নৈশভোজ সারতে ধোনির বাড়িতে যান কোহলি ও পন্থ। কোহলির গাড়ি ধোনির বাড়িতে প্রবেশের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, কোহলির গাড়ির সামনে ও পিছনে নিরাপত্তারক্ষীদের গাড়ি রয়েছে। ভারতীয় ক্রিকেটারকে দেখার জন্য ধোনির বাড়ির বাইরে ভিড় জমান ভক্তরা। গাড়ির ভিতর থেকে হাত নাড়েন কোহলি। পন্থকে দেখা না গেলেও জানা গিয়েছে, ধোনির বাড়িতে গিয়েছিলেন দলের উইকেটরক্ষক–ব্যাটারও। গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়ও।
প্রসঙ্গত, দেশের মাটিতে শেষ বার ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছিলেন রোহিত ও কোহলি। তার পর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেন তাঁরা। সেই প্রতিযোগিতার পর দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। মাঝে আইপিএলের সময় টেস্ট থেকে অবসর নেন দু’জনে। ২২৪ দিন পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে নামেন দুই ক্রিকেটার। সেই সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন রোহিত। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছিলেন। প্রথম দুই ম্যাচে শূন্য করলেও তৃতীয় ম্যাচে রান করেন কোহলিও।
রোহিত ও কোহলি দু’জনেই ২০২৭ সালের বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছেন, তাঁদের বিশ্বকাপ খেলার নিশ্চয়তা নেই। রোহিত, কোহলি জানেন, প্রতিটি সিরিজ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণেই হয়তো বাকিদের আগেই রাঁচিতে অনুশীলন শুরু করে দিলেন দুই মহাতারকা।
