আজকাল ওয়েবডেস্ক: আরও একবার ব্যর্থ বিরাট কোহলি। পুনে টেস্টের প্রথম ইনিংসে রান পেলেন না। আবারও বোল্ড হলেন। মাত্র ৯ বল ক্রিজে টেকেন।‌ ১ রানে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হন। কিউয়ি স্পিনারের বিরুদ্ধে খারাপ শট নির্বাচনের জন্য নিজেকেই দুষবেন কোহলি। তারকা ক্রিকেটারের আউট হওয়ার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করলেন সঞ্জয় মঞ্জরেকর। কেরিয়ারের 'সবচেয়ে জঘন্য শট'এর অ্যাখ্যা দেন ভারতের প্রাক্তনী। তাঁর পাশাপাশি বাকিরাও কোহলির মতো জাত ব্যাটারের এমন শট নির্বাচন দেখে অবাক। সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'বিরাট নিজেও জানবে যে কেরিয়ারের সবচেয়ে জঘন্য শট খেলে ও আউট হয়েছে। ওর জন্য খারাপ লাগছে। কারণ অন্যান্য বারের মতো একই মনোভাব নিয়ে নেমেছিল।' নিজের এক্স হ্যান্ডেলে এমন লেখেন ভারতের প্রাক্তন তারকা। 

শুক্রবার ৯ উইকেট হাতে নিয়ে নেমেছিল ভারত। আগের দিন একমাত্র রোহিত আউট হয়েছিলেন। শূন্য রানে ফিরেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু দ্বিতীয় দিন কিউয়ি স্পিনারদের খেলতে ব্যর্থ ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। প্রথম সেশন শেষ হওয়ার আগেই সাতজনের উইকেট হারায় ভারত। লাঞ্চের আগে ৪ উইকেট নেন স্যান্টনার। শেষপর্যন্ত সাত উইকেট সংগ্রহ নিউজিল্যান্ডের স্পিনারের। জোড়া উইকেট গ্লেন ফিলিপসের। মধ্যাহ্নভোজের পরপরই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একসময় ৫০ রানে ১ উইকেট ছিল। সেখান থেকে ১৫৬ রানে অলআউট। টসে হার বড় পার্থক্য গড়ে দিল। প্রথমে ব্যাট করে মজবুত ভিত গড়ে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্ট হারায়, দ্বিতীয় টেস্টে জয় ছাড়া কোনও গতি নেই ভারতের।