আজকাল ওয়েবডেস্ক: দিল্লি প্রিমিয়ার লিগে এবার জোড়া আর্যবীর। বাইশ গজে দাপট দেখানোর জন্য এবার হাজির জুনিয়র কোহলি এবং জুনিয়র শেহবাগ। অবাক হচ্ছেন? ভাবছেন, এই সবে কয়েকবছর আগেই জন্মায় আকায় কোহলি, এত তাড়াতাড়ি কিভাবে হাতে ক্রিকেট ব্যাট উঠবে? না, বিরাট পুত্রকে নিয়ে কথা হচ্ছে না। এবার ক্রিকেট মাঠ কাঁপানোর জন্য তৈরি তাঁর দাদা বিকাশ কোহলির ছেলে আর্যবীর। ৫ জুলাই দিল্লি প্রিমিয়ার লিগের নিলাম। প্লেয়ারদের যে প্রাথমিক ড্রাফট হয়েছে, তাতে আছে বিরাটের ভাইপোর নাম। ১৫ বছরের আর্যবীর লেগ স্পিনার। ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে কোহলির ছোটবেলার কোচ রাজ কুমার শর্মার অধীনে ট্রেনিং করেন। গতবছর দিল্লির অনূর্ধ্ব-১৬ দলে অন্তর্ভুক্ত ছিলেন তিনি। নিলামে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে তাঁকে। 

আর্যবীর একমাত্র নন যিনি কিংবদন্তির আত্মীয় হিসেবে নিলামে উঠবেন। একই নামে আরও একজন ক্রিকেটার নিলামে স্থান পেয়েছেন। তিনি বীরেন্দ্র শেহবাগের পুত্র আর্যবীর। ১৭ বছর বয়স তাঁর। ভারতের একসময়ের বিধ্বংসী ব্যাটারের ছেলেকেও হয়ত এবার দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেন বীরুর ছেলে। মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রান করেন। তাঁকে বি ক্যাটাগরিতে রাখা হবে। রয়েছে তাঁর ছোট ভাই বেদান্তও। ১৬ বছরের এই অফস্পিনার দিল্লির অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেন। এবারের দিল্লি প্রিমিয়ার লিগে আটটি দল অংশ নেবে। আগের ছয় দলের সঙ্গে যোগ দিয়েছে আউটার দিল্লি এবং নয়া দিল্লির ফ্র্যাঞ্চাইজি। বাকি ছয় ফ্র্যাঞ্চাইজি ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স, সাউথ দিল্লি সুপারস্টারস, পুরানি দিল্লি ৬ এবং সেন্ট্রাল দিল্লি কিংস। গতবছর সাউথ দিল্লি সুপারস্টারকে হারিয়ে দিল্লি প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণ জেতে ইস্ট দিল্লি রাইডার্স। এই লিগ থেকে উঠে আসেন প্রিয়ানস আর্য এবং দিগবেশ রাঠি। যাদের আইপিএলের মেগা নিলামে নজরকাড়া অঙ্কে নেয় ফ্র্যাঞ্চাইজিরা‌।