আজকাল ওয়েবডেস্ক:‌ রনজি ম্যাচ খেলবেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। চোটের জন্য। সূত্রের খবর, দুই তারকার রয়েছে চোট। বর্ডার গাভাসকার ট্রফিতে এই চোট পেয়েছিলেন দুই তারকা। বিরাটের ঘাড়ে চোট রয়েছে। ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েছেন। আর রাহুলের কনুইয়ে চোট রয়েছে। বোর্ডের মেডিক্যাল টিমকে এই খবর জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার দুই তারকা।


প্রসঙ্গত, ২৩ জানুয়ারি থেকে রনজির ম্যাচে মুখোমুখি দিল্লি ও সৌরাষ্ট্র। আর কর্নাটক খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। দিল্লি দলে ঋষভ পন্থ খেললেও দেখা যাবে না কোহলিকে। আবার কর্নাটকের হয়ে খেলতে পারবেন না রাহুল।


তবে ঋষভ পন্থ (‌দিল্লি)‌, শুভমান গিল (‌পাঞ্জাব)‌, রবীন্দ্র জাদেজা (‌সৌরাষ্ট্র)‌ রনজি ম্যাচ খেলবেন।


বর্ডার গাভাসকার ট্রফিতে ভরাডুবির পর বিসিসিআই একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হল জাতীয় দলের খেলা না থাকলে রনজি ট্রফি খেলা বাধ্যতামূলক করা। 


জানা গেছে কোহলি ইঞ্জেকশন নিয়েছিলেন ৮ জানুয়ারি। সিডনি টেস্ট শেষ হওয়ার তিনদিন পর। তাই তিনি সৌরাষ্ট্র ম্যাচ খেলতে পারছেন না। 


এদিকে রনজি ট্রফির গ্রুপ পর্বের ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। কিন্তু ভারত–ইংল্যান্ড একদিনের সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। তাই সম্ভবত একটির বেশি ম্যাচ খেলতে পারবেন না পন্থ, গিল, জাদেজারা।


এদিকে, যশস্বী জয়সোয়াল মুম্বইয়ের হয়ে অনুশীলন করছেন। তিনিও হয়ত একটি ম্যাচ খেলবেন। রোহিতও মুম্বই দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনেও যোগ দিয়েছেন। তিনিও হয়ত একটি ম্যাচ খেলবেন।