আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে অবসর কবে? নিজেই জল্পনা বাড়িয়ে দিলেন বিরাট কোহলি। খোলামেলা আলোচনায় কোহলি জানিয়ে দিলেন, আরেকটা অস্ট্রেলিয়া সফর হয়তো তিনি আর পাবেন না।
২০২৪-২৫ মরশুমে বর্ডার-গাভাসকর ট্রফি খেলেছেন কোহলি। পারথে কেবল সেঞ্চুরি করেন তিনি। তার পরে তাঁর ব্যাট আর চলেনি। ফিরে এসে ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে নামেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ধরা দেন বিরাট ফর্মে।
সেই বিরাট কোহলি বলেন, ''মনে হয় না আরও একটা অস্ট্রেলিয়া সফর আমি পাব।''
ভারতের পরবর্তী অস্ট্রেলিয়া সফর ২০২৮ সালে। আর সেই সফরে কোহলি হয়তো থাকবেন না ভারতীয় দলে, সেই জল্পনা এখন থেকেই শুরু হয়েছে। অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে কোহলির এহেন মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে। টেস্ট ফরম্যাট থেকে তাঁর অবসর নিয়ে শুরু হয়েছে চর্চা। কোহলির কথামতো তিনি শেষ বারের মতো অস্ট্রেলিয়া সফর করে এসেছেন।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে কোহলিকে রসিকতার আশ্রয়ে বলতে শোনা গিয়েছে, ভারত যদি লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোনা জয়ের ম্যাচে খেলতে নামে, তাহলে তিনি অবসর ভেঙে হয়তো ফিরতে পারেন।
উল্লেখ্য, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে। কোহলি আর টি-টোয়েন্টি ফরম্যাটে নামবেন না। মজা করে তিনি একথা বলেছেন। তবে তাঁর টেস্ট কেরিয়ার যে শেষ হয়ে আসছে সেই ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন। এই কারণেই তিনি বলেছেন, আরও একটা অস্ট্রেলিয়া সফর হয়তো তিনি আর পাবেন না।
