আজকাল ওয়েবডেস্ক: ফর্মে ফিরতে রঞ্জি ট্রফিই ছিল ভরসা। সেই রঞ্জি ট্রফিতেও রান পেলেন না বিরাট কোহলি। তাতে গেল গেল রব তোলার কোনও কারণ দেখছেন না দেশের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডু।
১৩ বছর পরে রঞ্জিতে নেমে মাত্র ৬ রান করেন কোহলি। হিমাংশু সাঙ্গওয়ানের বল কোহলির উইকেট উপড়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় রায়ডুকে বলতে শোনা গিয়েছে, নিজের থেকেই সেই ঝলকানি বেরিয়ে আসবে। তবে বিরাটের উপরে শ্রদ্ধা ও আস্থা বজায় রাখতে হবে।
রায়ডু লিখেছেন, ''এই মুহূর্তে বিরাট কোহলির রঞ্জি খেলার দরকার নেই। ৮১টা সেঞ্চুরির মতো টেকনিক এখনও রয়েছে কোহলির। কেউই ওর উপরে কিছু চাপিয়ে দিতে পারবে না। সব কিছু আগের মতো পেতে কোহলির কিছুটা সময় দরকার এখন। ওর ভিতরের ঝলকানি নিজের থেকেই বেরিয়ে আসবে। ওর উপরে আস্থা রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। সব থেকে বড় ব্যাপার হল কোহলিকে একা ছেড়ে দিন।''
কিং কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরা নিয়ে কার্যত তোলপাড় রাজধানী। ভিড় উপচে পড়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। কিন্তু সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারলেন না বিরাট কোহলি। রেলওয়েজের ফাস্ট বোলার হিমাংশু সাংওয়ানের দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ৬ রানের মাথায় বোল্ড হয়ে ফিরতে হয়েছে ভারতীয় ব্যাটিং তারকাকে। কোহলির অফ স্টাম্প উপড়ে ফেলেন সাংওয়ান এবং তারপরই হাত মুঠো করে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে। তিনি উদযাপনে মাতেন, যা কোহলি ভক্তদের মোটেই পছন্দ হয়নি।
সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে রেলওয়েজের পেস বোলারকে। এদিন ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে বেশ সাবধানে খেলছিলেন কোহলি। দু’একবার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়াতে গিয়ে বেঁচে যান। তারপরেই সাংওয়ানের একটি বল স্টেপ আউট করে সোজা ড্রাইভে চার মারেন। তবে সেই চার মারার পরই সাংওয়ান দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং কোহলিকে ক্লিন বোল্ড করে দেন।
