আজকাল ওয়েবডেস্ক: রনজিতেও রানে ফিরতে পারলেন না বিরাট কোহলি। মাত্র ৬ রান করে বোল্ড হয়ে গেলেন। তাঁর ব্যাটিং দেখার জন্য অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। কিন্তু তাঁদের হতাশ হতে হল। এখন দ্বিতীয় ইনিংসের অপেক্ষা। চার দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিন।
৩০ জানুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে দিল্লি–রেলওয়েজ ম্যাচ। কোহলিকে একঝলক দেখার জন্য দর্শকরা প্রথমদিন থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন। কোহলি দর্শন হলেও দিল্লি প্রথমে ফিল্ডিং করায় ব্যাটিং দেখা হয়নি। তাই শুক্রবারও মাঠে ভিড় জমিয়েছিলেন অনেকে। দিল্লির দুই উইকেট পড়তেই মাঠে নামেন বিরাট। রেলওয়েজ পেসার হিমাংশু সাংওয়ানের বলে বাউন্ডারিও মারেন। একেবারে স্ট্রেট ড্রাইভ। কিন্তু পরের বলেই ক্লিন বোল্ড হয়ে যান। মাত্র বল ১৫ উইকেটে ছিলেন কোহলি। করেছেন ৬ রান। তাঁর ব্যাট ও প্যাডের মাঝে এতখানি ফাঁক ছিল যে না দেখলে বিশ্বাস হবে না।
রেলওয়েজের ২৪১ রানের জবাবে দিল্লি ইতিমধ্যেই চার উইকেট খুঁইয়েছে। এই প্রতিবেদন লেখা অবধি বোর্ডে উঠেছে মাত্র ১১৮ রান।
বর্ডার গাভাসকার ট্রফিতে মাত্র একটি শতরান। তারপর শুধুই ব্যর্থতা। বোর্ডের চাপে পড়ে রনজি খেলতে বাধ্য হয়েছেন জাতীয় দলের ক্রিকেটারা। প্রায় ১২ বছর পর রনজি খেলতে নামলেন বিরাট। কিন্তু প্রথম ইনিংসে রান পেলেন না। এরপর দ্বিতীয় ইনিংস রয়েছে। দেখার বিরাট রান পান কিনা।
এরপর শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজে বিরাট–রোহিতরা খেলবেন। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসল চ্যালেঞ্জ বিরাট–রোহিতের। ব্যাট কথা না বললে নির্বাচকরা কড়া সিদ্ধান্ত নিতে পারেন।
