আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্র্যাকটিসে যোগ দিয়েছেন বিরাট কোহলি। প্রথম দিনই নতুন অধিনায়ক রজত পতিদারকে দরাজ সার্টিফিকেট দিলেন তারকা ক্রিকেটার। তরুণ ক্রিকেটারকে ভবিষ্যতের নেতার তকমা দেন কোহলি। আইপিএলের শুরু থেকে এক দশকেরও বেশি সময় আরসিবির অধিনায়ক ছিলেন বিরাট। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার পতিদারের ওপর পূর্ণ আস্থা রাখছেন। সোমবার ফ্র্যাঞ্চাইজির একটি ইভেন্টে যোগ দিতে এসে এমনই জানান তারকা ক্রিকেটার। কোহলি বলেন, 'এরপর যে আসছে, সে দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবে। তাই ওকে সমস্ত ভালবাসা উজাড় করে দিও। ও প্রতিভাবান ক্রিকেটার। দারুণ প্লেয়ার। আমরা সবাই সেটা দেখেছি। বুদ্ধিসম্পন্ন। ও এই দলটাকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্য যা প্রয়োজন, ওর মধ্যে আছে।' 

ফাফ ডু'প্লেসির জায়গায় এবার আরসিবির অধিনায়ক করা হয়েছে রজত পতিদারকে। আইপিএল শুরুর আগে বিরাট সার্টিফিকেট পেলেন কোহলির থেকে। আইপিএলের জনপ্রিয় দলগুলোর মধ্যে অন্যতম আরসিবি। কিন্তু এখনও আইপিএল জেতেনি। বিরাটের আশা, এবার খরা কাটবে। আবার বেঙ্গালুরুতে ফিরতে পেরে উচ্ছ্বসিত কোহলি। জানান, আনন্দ এবং উত্তেজনা আগের বছরগুলোর মতোই আছে।' টানা ১৮ বছর ধরে আরসিবিতে আছেন কোহলি। আইপিএল জেতা তাঁর অধরা স্বপ্ন। তাঁর নেতৃত্বে একবার ফাইনালে উঠলেও, ট্রফি জেতেনি। এবার সেই স্বপ্নপূরণ করতে চান।