আজকাল ওয়েবডেস্ক: খেলার ময়দান থেকে এবার রাজনীতির ময়দানেও জয়জয়কার ভিনেশ ফোগাতের। মঙ্গলবার জুলানা বিধানসভা থেকে জিতলেন তারকা কুস্তিগির। ৬০০০ এর বেশি ভোটে জেতেন তিনি। প্রাক্তন আর্মি অফিসার বিজেপির যোগেশ বৈরাগী এবং প্রাক্তন কুস্তিগির ও আম আদমি পার্টির কবিতা দালালকে হারান ভিনেশ। ২০০৫ সালের পর এই সিটে প্রথমবার জিতল কংগ্রেস। ভিনেশের এই জয় ঐতিহাসিক। কারণ ১৯ বছর পর জুলানে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই জয়। জেতার পর ভিনেশ বলেন, 'সত্যের জয় হয়েছে।' 

প্যারিস অলিম্পিক থেকে ফিরে ৬ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দেন তারকা কুস্তিগির। অলিম্পিক থেকে ফেরার পরই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার খবর রটে যায়। যদিও সেই সময় কোনও মন্তব্য করেননি ভিনেশ। তবে তার কয়েকদিন পরই কংগ্রেসের প্রার্থী হিসেবে জুলানা থেকে ভোটে দাঁড়ান ভিনেশ। তিনি জানিয়েছিলেন, 'আমি নতুন ইনিংস শুরু করতে চলেছি। আমি যেসব সমস্যার মুখোমুখি হয়েছি, চাই না বাকিরাও তার সম্মুখীন হোক।' জুলানা থেকে ভিনেশ জিতলেও সার্বিকভাবে জয় গেরুয়া শিবিরের। হরিয়ানায় তৃতীয়বার সরকার গঠনের পথে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯০ সিটের মধ্যে ৪৯ সিটে এগিয়ে বিজেপি। ৩৫ সিটে এগিয়ে ছিল কংগ্রেস।